
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পিঠ, কোমর বা শরীর জুড়ে ব্যথা- কমবেশি সব মহিলাই জীবনের কোনও না কোনও সময়ে এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু এই অস্বস্তি যখন কয়েক সপ্তাহ বা কয়েক মাস জুড়ে চলতে থাকে, তখন তা ক্রমেই বড়ো ধরনের কারণ হয়ে দাঁড়ায়।
বহু মহিলা এই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন। তাঁদের মূল অভিযোগ, সব রকম ওষুধ খাওয়ার পরেও যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না। অনেকেই আবার চিকিৎসকের পরামর্শে বা নিজের উদ্যোগে একগুচ্ছ পরীক্ষা নিরীক্ষা করান। কিন্তু রিপোর্ট স্বাভাবিক এলে সমস্যা আরও বাড়ে। কী করণীয়, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
তবে চিকিৎসকদের মতে, এই ভোগান্তির অবসানে সব সময় দামী পরীক্ষার প্রয়োজন নেই। তাঁদের দাবি, প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রেই ব্যথার কারণ নির্ণয় করা সম্ভব মাত্র তিনটি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাগুলি তুলনায় অনেক সস্তা এবং সহজলভ্য।
বিশেষজ্ঞরা মূলত তিনটি পরীক্ষার উপর জোর দিচ্ছেন-
১। ভিটামিন ডি৩ এবং ক্যালসিয়াম: শরীরে ভিটামিন ডি৩ এবং ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা।
২। সিবিসি এবং আয়রন প্রোফাইল: কমপ্লিট ব্লাড কাউন্ট এবং আয়রন প্রোফাইল, যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া চিহ্নিত করতে সাহায্য করে।
৩। ডেক্সা স্ক্যান: চল্লিশোর্ধ্ব মহিলাদের জন্য ডেক্সা স্ক্যান, যা হাড়ের ঘনত্ব পরিমাপ করে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের মধ্যে প্রায় ৮০-৯০ শতাংশ পেশি ও হাড়ের ব্যথার নেপথ্যে থাকে ভিটামিন ডি৩ এবং ক্যালসিয়ামের ঘাটতি। মহিলাদের শারীরিক গঠন, হরমোনের পরিবর্তন এবং জীবনশৈলী এর জন্য অনেকাংশে দায়ী। হাড়ের ঘনত্ব বজায় রাখতে ইস্ট্রোজেন হরমোনের ভূমিকা অনস্বীকার্য। মেনোপজের পর ইস্ট্রোজেনের মাত্রা কমতে শুরু করলে হাড় ক্ষয়ের গতি বেড়ে যায়। গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময়ও মায়ের শরীর থেকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি শিশুর দেহে সঞ্চালিত হয়, ফলে মায়ের শরীরে এর ঘাটতি দেখা দেয়। এই ঘাটতির ফলেই ধীরে ধীরে হাড় ও পেশি দুর্বল হয়ে পড়ে এবং সারা শরীরে ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
একইভাবে, সিবিসি এবং আয়রন প্রোফাইল পরীক্ষা রক্তাল্পতার মতো একটি নীরব সমস্যাকে চিহ্নিত করতে পারে। ঋতুস্রাব, গর্ভাবস্থা এবং পুষ্টির অভাবের ফলে ভারতীয় মহিলাদের মধ্যে অ্যানিমিয়া একটি গুরুতর সমস্যা। রক্তাল্পতার কারণে শরীরের পেশি এবং কোষগুলিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে পারে না, যার ফলে ক্লান্তি, পেশিতে ব্যথা, মাথাব্যথা এবং পায়ে ঝিঁ ঝিঁ ধরার মতো সমস্যা দেখা দেয়।
কিন্তু যদি ভিটামিন ডি৩, ক্যালসিয়াম, আয়রন এবং থাইরয়েডের মাত্রা স্বাভাবিক থাকা সত্ত্বেও ব্যথা না কমে? চিকিৎসকদের মতে, তখন বাকি ৫ শতাংশ কারণের কথা ভাবতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
অটোইমিউন ডিজিজ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা লুপাসের মতো রোগ, যার ফলে গাঁটে ব্যথা, অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া এবং ক্লান্তি দেখা যায়।
ফাইব্রোমায়ালজিয়া
এটি এমন একটি অবস্থা যেখানে সারা শরীরে তীব্র ব্যথার পাশাপাশি ঘুমের সমস্যা এবং মনোযোগের অভাব দেখা দেয়।
থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম
উভয় ক্ষেত্রেই শরীরের বিপাক ক্রিয়া এবং পেশির স্বাস্থ্যে প্রভাব পড়ে, যা ব্যথার কারণ হতে পারে।
সুতরাং, শরীর জুড়ে দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগলে অযথা দুশ্চিন্তা না করে বা দামী পরীক্ষার পিছনে না ছুটে, বিশেষজ্ঞের পরামর্শে এই নির্দিষ্ট কয়েকটি পরীক্ষা করানোই শ্রেয়। অধিকাংশ ক্ষেত্রেই এর মাধ্যমে সমস্যার মূল কারণ খুঁজে বের করে সঠিক চিকিৎসা শুরু করা সম্ভব।
অন্তঃসত্ত্বা অবস্থায় ভুলেও করবেন না এই কাজগুলি, হবু সন্তানের স্বাস্থ্য রক্ষায় মেনে চলবেন কোন কোন নিয়ম
দাঁতে ব্যথা থেকেই দেখা দিতে পারে স্ট্রোক-হৃদরোগ! দাঁত না মাজলে কেন বেড়ে যায় সংবহনতন্ত্রের সমস্যা?
বুকে নয়, পায়ে চাপ দিয়েই বুঝুন হার্টের অবস্থা! ৫ সেকেন্ডের পরীক্ষায় নিজেই পরীক্ষা করুন হৃদযন্ত্রের স্বাস্থ্য
খাওয়ার আগে, মাঝে না পরে- কখন জল পান করা সবচেয়ে স্বাস্থ্যকর? কখনই বা অনুচিত? কী বলছে বিজ্ঞান?
উৎসবের আলোয় একাকিত্বের আঁধার! পুজোর ভিড়েও গ্রাস করছে নিঃসঙ্গতা? কোন পথে সমাধান?
অন্ধকারে জ্বলজ্বল করবে স্তন! মোবাইলের ক্লিকেই বদলাবে রংও! নতুন প্রযুক্তিতে তোলপাড় বিশ্ব
সঙ্গী মেসেজের উত্তর দিতে দেরি করলেই কেঁপে ওঠে বুক? সামান্য উদ্বেগ নয়, নেপথ্যে থাকতে পারে মারাত্মক কারণ
একই সঙ্গে পাঁচ মহিলা যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়লেন উবার ড্রাইভার! হাড় হিম করা কাণ্ড রাজধানীর কাছেই
সিন্ধু নিয়ে পাকিস্তানের সব জারিজুরি শেষ, কোন ছক কষছে ভারত
‘সলমন আমাদের জুতো চাটবে’ ‘টাইগার’কে কেন বেনজির আক্রমণ রণবীর কাপুরের ছবির পরিচালকের?
রোজ শুধু এক চামচ চিয়া সিড! শরীরের কী কী লাভ হবে জানলে এখনই কিনতে ছুটবেন
লাদাখে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্ত
সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ৩১ অক্টোবর হতে পারে ডার্বি
মন খারাপ করলেই আজেবাজে খাবার খেতে ইচ্ছে করে? ‘ইমোশনাল ইটিং’-এর শিকার নন তো? কী এই সমস্যা?
খোদ আইজির ফোন ছিনতাই! বেহাত যাবতীয় গোয়েন্দা তথ্য? বিজেপি শাসিত রাজ্যে কেলেঙ্কারি কাণ্ড
১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, ৩৯ বছর জেল খাটার পর আদালত বলল, ‘আপনার কোনও দোষ ছিল না’
ভয়ঙ্কর অভিশাপের কোপে ইশান-দেবলীনা! হাড় হিম করা ভৌতিক কাণ্ডের সাক্ষী হবেন আর কোন টলি তারকারা?
ছুটি পেলেই সারাদিন শুয়ে-বসে সিনেমা-সিরিজ দেখেন! অজান্তেই মৃত্যুকে আহ্বান জানাচ্ছেন না তো? জেনে নিন
কাজ থেকে ছাঁটাই, বদলা নিতে বস-এর হাত দু'টুকরো করে দিল কর্মী
চলন্ত মেট্রোর কামরায় ধুতি তুলে প্রস্রাব করছে বৃদ্ধ! ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক
বিয়ের পর হিন্দু মহিলাদের গোত্র বদলে যায়, উত্তরাধিকার মামলায় জানাল সুপ্রিম কোর্ট
ফের আরিয়ান খানের পিছনে লাগলেন সমীর ওয়াংখেড়ে! মানহানির মামলা করে কত কোটি টাকা দাবি করলেন?
এভাবেও দান করা যায়! কী ঘোষণা করলেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি
ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজোয় কবে কোন রঙের পোশাক পরা শুভ? সঠিক রং বাছলেই পাবেন দেবীর আশীর্বাদ
দুবাইয়ে কার্যত 'সেমিফাইনাল', পাকিস্তানকে সতর্ক করে দিলেন বাংলাদেশ অধিনায়ক, জাকের বললেন...