আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ড আজ ভারতের প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি সুবিধা পাওয়া, মোবাইল সিম নেওয়া কিংবা অসংখ্য পরিষেবা ব্যবহারের জন্য এটি প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায়, জরুরি মুহূর্তে আমাদের কাছে আধারের কপি থাকে না, না প্রিন্টআউট, না ডিজিটাল সংস্করণ। এই সমস্যার সমাধান করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন আর আলাদা করে ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে ঝামেলায় পড়তে হবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কয়েক মিনিটে অফিসিয়াল আধার কার্ড ডাউনলোড করা সম্ভব।
সরকারের মাইগভ হেল্পডেস্ক চ্যাটবট এখন হোয়াটসঅ্যাপে আধার ডাউনলোডের সুযোগ দিচ্ছে। এই পরিষেবাটি ডিগিলকার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। ফলে আপনার আধার কার্ড সরাসরি একটি নিরাপদ, পাসওয়ার্ড-প্রোটেক্টেড পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। এটি সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষরিত, তাই প্রিন্টেড আধার কার্ডের সমান মূল্য বহন করে।
আরও পড়ুন: সেই চীনা মাঞ্জা! এবার কাজে যোগ দিতে গিয়ে সুতো গলায় জড়িয়ে মৃত্যু হল প্রাক্তন
কেন এই প্রক্রিয়া বিশেষ?
আর ইউআইডিএআই পোর্টালে লগইন করতে হবে না।
আলাদা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই।
ক্যাপচা ভরার ঝক্কি এড়ানো যাবে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন পাওয়া যাবে।
মাত্র কয়েক মিনিটে আধার কার্ড ডাউনলোড সম্ভব।
কীভাবে হোয়াটসঅ্যাপে আধার কার্ড ডাউনলোড করবেন
আপনার ফোনে সরকারি মাইগভ হেল্পডেস্কের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর +91-9013151515 সেভ করুন।
হোয়াটসঅ্যাপ খুলে ওই নম্বরে “Hi” বা “Namaste” লিখে পাঠান।
বট থেকে আসা মেনুতে “DigiLocker Services” অপশনটি নির্বাচন করুন।
যদি আগে ডিগিলকার অ্যাকাউন্ট না খোলা থাকে, তবে ডিগিলকার ওয়েবসাইট বা অ্যাপে দ্রুত একটি অ্যাকাউন্ট খুলে নিন এবং সেটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করুন।
এবার চ্যাটবট আপনাকে আপনার ১২ সংখ্যার আধার নম্বর চাইবে। সেটি প্রবেশ করান।
আপনার আধারে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP যাবে। চ্যাটে সেটি লিখে ভেরিফাই করুন।
ভেরিফিকেশন সম্পূর্ণ হলে ডিগিলকারে সেভ থাকা আপনার বিভিন্ন নথির তালিকা দেখানো হবে। সেখান থেকে “Aadhaar Card” অপশনটি বেছে নিন।
কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আধার কার্ডের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ চ্যাটেই পাঠিয়ে দেওয়া হবে।
কিছু গুরুত্বপূর্ণ শর্ত
যে মোবাইল নম্বর ব্যবহার করবেন, সেটি অবশ্যই আধার ও ডিগিলকারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
প্রাপ্ত আধার ফাইল নিরাপদ ও অফিসিয়ালি স্বীকৃত।
আধার কার্ড ডাউনলোড করতে কারও সাহায্যের প্রয়োজন হবে না, এমনকি প্রযুক্তিতে নতুন ব্যবহারকারীরাও সহজে এটি করতে পারবেন।
সরকারি পরিষেবার ডিজিটাল রূপান্তর
ডিগিলকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আধার পরিষেবাকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে। ইউজার-কেন্দ্রিক এই পদক্ষেপের ফলে মানুষকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না কিংবা বারবার পোর্টালে যেতে হবে না। একদিকে যেমন প্রশাসনিক চাপ কমবে, অন্যদিকে নাগরিকদের হাতে আরও সহজে আসবে গুরুত্বপূর্ণ নথি। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ কোটি কোটি আধারধারীর উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার অগ্রযাত্রায় এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।
