শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | East Bengal: 'রোগ’‌ সারিয়ে আবার জয় ইস্টবেঙ্গলের

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ১৭ : ২৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল ২ (হিজাজি, সিভেরিও) - শ্রীনিধি ১ (উইলিয়াম, পেনাল্টি)। সুপার কাপে গ্রুপ পর্বের টানা দু’‌ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার শ্রীনিধি এফসি–কে ইস্টবেঙ্গল হারাল ২–১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন হিজাজি মাহের এবং সিভেরিও। শেষ মুহূর্তে শ্রীনিধির হয়ে ব্যবধান কমান উইলিয়াম। রবিবারের পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট এবং গোল পার্থক্য সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে ইস্টবেঙ্গল গ্রুপের শীর্ষে। অর্থাৎ বড় ম্যাচে ড্র করলেই তারা সেমিফাইনালে চলে যাবে। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণ নড়বড়ে থাকলেও, শ্রীনিধি ম্যাচে সেই সমস্যা দেখা গেল না। বেশ পরিচ্ছন্ন ফুটবল উপহার দিল লাল–হলুদ।

মাঠে নামার আগেই মোহনবাগান–হায়দরাবাদ ম্যাচের ফল জেনে গিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। বুঝেই গিয়েছিলেন বড় ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকে নামতে হলে, শ্রীনিধিকে হারাতেই হবে। সঙ্গে খেয়াল রাখতে হবে গোলপার্থক্য। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছকেই মাঠে নামেন কার্লেস। প্রথম একাদশে একসঙ্গে ছয় বিদেশি। ক্লেইটনের সঙ্গে আক্রমণভাগে সিভেরিও। টানা খেলে যাওয়া সৌভিকের জায়গায় অজয় ছেত্রি। দুই স্টপার পার্ডো এবং হিজাজি।
প্রথমার্ধের একটা সিংহভাগ সময় ইস্টবেঙ্গল একাধিপত্য নিয়ে খেলে গেল। এই মরশুমের শুরু থেকেই সেটপিসে বৈচিত্র আনার চেষ্টা করেছেন কার্লেস কুয়াদ্রাত। তবে তাঁর দল যে তা ম্যাচে দারুণভাবে প্রয়োগ করতে পেরেছে তা নয়। তবে এদিন ইস্টবেঙ্গলের প্রথম গোল এল বুদ্ধিদীপ্ত ফ্রিকিকে। ছোট ফ্রিকিক থেকে বল পেয়ে মাপা সেন্টার নিশু কুমারের। হিজাজি মাহের যেন জানতেন বল তাঁর কাছেই আসবে। দীর্ঘকায় ডিফেন্ডারের জোরালো হেড জালে জড়িয়ে গেল। ইনসিওরেন্স গোল এল ৩২ মিনিটে। গোল করলেন, বিদায়ের দরজায় দাঁড়িয়ে থাকা সিভেরিও। তাঁর পরিবর্ত ইয়াগো ফালকে দ্রুত দলে যোগ দেবেন। সেক্ষেত্রে সুপার কাপের পর আর তাঁকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে না। সেই সিভেরিও এদিন বক্সের অনেকটা দূর থেকে গোল করলেন। ক্লেইটনের হেড ধরে সিভেরিওর শট শ্রীনিধির এক ফুটবলারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৪৩ মিনিটে শ্রীনিধির ডেভিড ক্যাসানেডার হেড জালে জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানায় শ্রীনিধি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় শ্রীনিধি। তবে গত ম্যাচের থেকে একটা বড় পার্থক্য লক্ষ করা যায় রবিবার ইস্টবেঙ্গলের খেলায়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণের যে সমস্যা ভীষণভাবে চোখে পড়েছিল সেই রোগ শেষ কয়েক দিনে অনেকটাই সারিয়ে ফেলেছেন কার্লেস কুয়াদ্রাত। আইএসএলের শেষ কয়েকটা ম্যাচের মতো এদিন আবার ইস্টবেঙ্গল রক্ষণকে অনবদ্য নেতৃত্ব দিলেন ‘‌নিখুঁত’‌ হিজাজি। দুরন্ত ফুটবল খেলে, গোল করে তিনিই ম্যাচের সেরা। ইস্টবেঙ্গল তৃতীয় গোলের যথেষ্ট সুযোগ পেয়েছিল। ৮৭ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল তারা। বাধা হয়ে দাঁড়ান শ্রীনিধি গোলরক্ষক আরিয়ান এবং পোস্ট। প্রথমে ক্লেইটনের ফ্রিকিক এবং ফিরতি বলে নন্দকুমারের দুরন্ত শট বাঁচিয়ে দেন আরিয়ান। ফলো আপে হিজাজির শরীর ছুড়ে করা হেড পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটের মাথায় অজয় ছেত্রির ভুলে পেনাল্টি পায় শ্রীনিধি। ব্যবধান কমান উইলিয়াম। নষ্ট হয় ইস্টবেঙ্গলের ক্লিনশিট। যদিও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল : গিল, রাকিপ, পার্ডো, হিজাজি, নিশু, সল, অজয়, নন্দকুমার, বোরহা (বিষ্ণু), সিভারিও (সৌভিক), ক্লেইটন।




নানান খবর

নানান খবর

সুযোগ পেলে আর চেন্নাই নয়, আইপিএল এই দলের হয়ে খেলতে চান রায়না

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া