আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাইশ গজে‌ মুখোমুখি ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ মর্যাদার ম্যাচ জেতার পাশাপাশি বিজয়ী দল সুপার ফোরের ছাড়পত্র সংগ্রহ করবে। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের জন্য তৈরি দুবাই। কঠোর নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে স্টেডিয়াম। নিয়মভঙ্গ করলেই বড় নির্বাসনের মুখে পড়তে হবে সমর্থকদের। ৭ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে। পাশাপাশি জেল হাজতও হতে পারে। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। চলতি বছরে দ্বিতীয় ভারত-পাকিস্তান ম্যাচ। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিরাট কোহলির শতরানে রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া। টি-২০ তে শেষ সাক্ষাৎ ২০২৪ টি-২০ বিশ্বকাপে। ১১৯ রান করেও জেতে ভারত। সৌজন্যে যশপ্রীত বুমরার মাস্টারক্লাস। এশিয়া কাপে হেড টু হেড রেকর্ডেও পাকিস্তানের থেকে এগিয়ে ভারত। দুই দেশের মধ্যে মোট ১৯বার সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ১০বার জেতে ভারত। পাকিস্তান জিতেছে ৬ বার। ৩ ম্যাচে কোনও রেজাল্ট হয়নি। 

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ নতুন পিচে খেলা হবে। সাধারণত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক। লো স্কোরিং ম্যাচ হয়। নতুন পিচে খেলা হওয়ায় হাই স্কোরিং ম্যাচও হতে পারে। দুই দলের ক্রিকেটারদের প্রস্তুতির পাশাপাশি, প্রস্তুত দুবাই স্টেডিয়াম। পতাকা, ব্যানার, ছাতা, বড় ক্যামেরা, সেলফি স্টিক, বজ্র পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। ধরা পড়লে ১ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। স্টেডিয়াম চত্বরে দুবাই পুলিশের স্পেশাল ইউনিট মোতায়েন করা হয়েছে। ঝামেলা, হাতাহাতি বা গালিগালাজ করলে, বা কোনও কুমন্তব্য করলে বিরাট অঙ্কের জরিমানা হবে। যা ৭ লক্ষ ছাপিয়ে যেতে পারে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শেষ জয় ৩ বছর আগে। এশিয়া কাপেই শেষবার জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে হেরে ছিটকে যায় ভারত। ৪২ করেছিলেন মহম্মদ নওয়াজ। একটি উইকেটের পাশাপাশি তিনটে ক্যাচ নেন। বিরাট কোহলির ৬০ রান বিফলে যায়। 

এশিয়া কাপে রেকর্ডের হাতছানি হার্দিক পাণ্ডিয়ার সামনে। এদিন ১৭ রান করলেই প্রথম প্লেয়ার হিসেবে এশিয়া কাপের টি-২০ ফরম্যাটে একশোর বেশি রান এবং দশের বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন। তবে শুধুমাত্র ভারতের তারকা অলরাউন্ডার এই দৌড়ে নেই। পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজের সামনেও এই রেকর্ডের হাতছানি রয়েছে। হার্দিকের রান ৮৩। উইকেট ১১। নওয়াজের রান ৯৮। উইকেট সংখ্যা ৯। কে আগে এই মাইলস্টোন ছোঁবে? এদিকে জন্মদিনের দিন সতীর্থদের থেকে ম্যাচ উপহার পেতে চাইবেন সূর্যকুমার যাদব। এদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রবল তাপমাত্রায় মধ্যেই হবে ভারত-পাক মহারণ। ৩৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে দুবাইয়ের তাপমাত্রা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৪৪ শতাংশ। তবে হওয়া বইবে।