
শুক্রবার ২৩ মে ২০২৫
করণ জোহর কোনও দিন নিজের লিঙ্গ পরিচয় গোপন করেননি। এবং নিজের পেশায় তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। সম্ভবত সেই জায়গা থেকেই প্রযোজক-পরিচালকের কাছে আর্জি রাখলেন তৃতীয় লিঙ্গের অভিনেত্রী শুভি শর্মা। তাঁর দাবি, তৃতীয় লিঙ্গের অভিনেতারাও সমান দক্ষ। তাই ওঁদেরও যদি একটু সুযোগ দেওয়া হয়। শুভি শর্মা বর্তমানে ‘চাঁদ জলনে লাগা’তে অভিনয় করছেন। এছাড়া, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা ২’, ‘সাভি কি সাভারি’, নাথ, এবং ‘ইশক কি দাস্তান-নাগমনি’ ইত্যাদি ধারাবাহিকেও দেখা গিয়েছে।
সাক্ষাৎকারে শুভি ছোটবেলা থেকে সমাজের প্রতিটি স্তরের অত্যাচারের কথাও জানান। স্কুল থেকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয়েছে তাঁর। নেতিবাচক, অশ্লীল মন্তব্য তো ছিলই। ছিল ছুতোয় নাতায় শরীর স্পর্শ করার মতো ঘৃণ্য মানসিকতা। যত বড় হয়েছেন ততই সেই অত্যাচারের মাত্রা বেড়েছে। এবং তিনি বুঝেছেন এই বিশেষ সম্প্রদায়ের মানুষ সমাজে হাসির পাত্র। বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে তিনি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ে যোগ দেন। তখনও তাঁকে শুনতে হয়েছিল, ভিক্ষা করবেন বলেই এই বিশেষ সম্প্রদায়ে তিনি নাম লিখিয়েছেন। শুভি বাড়ির সমর্থনও পাননি। তাঁর মা-বাবা, ভাই-বোন মানতে পারেননি, তিনি অভিনয় করবেন। শেষে পালিয়ে মুম্বই পাড়ি দেন। সেখানেও ঘর ভাড়া পেতে যথেষ্ট অসুবিধে হয়েছিল তাঁর। কোনও পুরুষ তাঁর সঙ্গে ঘর ভাগ করতে চাইতেন না সেই সময়। যদি তিনি যৌনকর্মীর পেশা বাছেন, এই ভয়ে।
মুম্বইয়ে এসে দেখেছেন, প্রতিভা থাকলেও এই বিশেষ সম্প্রদায়কে বলিউডও খুব সুনজরে দেখে না। তাঁরা পর্যাপ্ত লোক থাকা সত্ত্বেও অভিনেতাদের দিয়েই তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করাবেন। যেমন, ‘হাড্ডি’তে নওয়াজউদ্দিন সিদ্দিকি তৃতীয় লিঙ্গের ভূমিকায় অভিনয় করেছেন। অথচ খোঁজ করলে তৃতীয় লিঙ্গের সুন্দীর অভিনেতাদের পেয়ে যেতেন প্রযোতক-নির্মাতা। কেবল ভিড় বাড়াতেই তাঁদের ডাকা হয়। যা কোনও ভাবে কাম্য নয়।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!