আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি তাঁর কেরিয়ারের শেষ ধাপে পৌঁছে গিয়েছেন। তিনি বুটজোড়া তুলে রাখলে আইকনিক ১০ নম্বর জার্সি পরবেন কে? চোটআঘাতের জন্য মেসি যখনই জাতীয় দল থেকে দূরে থাকেন, তখনই এই প্রশ্ন ওঠে। লিওনেল স্কালোনি ও কোচিং স্টাফ স্থির করে নিয়েছেন মেসির ১০ নম্বর জার্সি উঠবে থিয়াগো আলমাদার পিঠে।
এদিকে ইকুয়েডরের বিরুদ্ধে মেসি-হীন আর্জেন্টিনা হেরে বসল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। যদিও নীল-সাদা জার্সিধারীরা আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।মেসি না খেললেও তিনি খবরে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবার নির্বাচনে নামতে পারেন মেসি।
বার্সেলোনায় ১৭ বছর খেলেছেন মেসি। আগামী বছর বার্সায় নির্বাচন। স্পেন থেকে যে খবর ভেসে আসছে, তাতে জানা যাচ্ছে, মেসি সেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এখনও পরিষ্কার নয়, মেসি কীভাবে এই নির্বাচনে জড়িত থাকবেন।
বার্সেলোনার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন। স্প্যানিশ সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, মেসিও এবার কোনও না কোনও ভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। লাপোর্তা চতুর্থ বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কিন্তু অনেকেই মনে করছেন তাঁর জয় সহজ হবে না। মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক ভাল নয়।
২০২১ সালের নির্বাচনে জয়ের পরে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মেসিকে ধরে রাখবেন ক্লাবে। কিন্তু লাপোর্তা নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। বার্সা ছেড়ে মেসি চলে যান প্যারিস সাঁ জাঁ-তে। মেসি ও তঁর পরিবার বিষয়টাকে ভাল ভাবে নেননি। লাপোর্তা ও মেসির সম্পর্ক সেই থেকে ভাল নয়।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা মেসির সঙ্গে যোগাযোগ করেছে। লাপোর্তার শিবির থেকে অবশ্য যোগাযোগ করা হয়নি। ফলে মেসি যদি লাপোর্তার বিরোধী শিবিরকে সমর্থন করেন, তাহলে কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। মেসি কী করেন, সেটাই এখন দেখার।
ইকুয়েডরের বিরুদ্ধে না খেললেও ভেনিজুয়েলার বিরুদ্ধে মেসি ধরা দিয়েছিলেন দারুণ মেজাজে। সেই ম্যাচে মেসি নায়ক হিসেবে অবতীর্ণ হন। দেশের মাটিতে সেটিই ছিল মেসির শেষ ম্যাচ। সেই ম্যাচে জোড়া গোল করেন, দুর্দান্ত কিছু পায়ের কাজ দেখান। মেসিকে দেখতে স্টেডিয়াম ফুল হাউজ ছিল। লিও কাউকে হতাশ করেননি। ইকুয়েডরের বিরুদ্ধে তিনি না থাকায় হারতে হল আর্জেন্টিনাকে। পার্থক্যটা সহজেই বোঝা গেল।
২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে মেসির ফিটনেস লেভেল কি পড়তির দিকে? চোট আঘাতের লাল চোখ দেখতে হচ্ছে তাঁকে। কোপা আমেরিকা ফাইনালে খেলা চলাকালীন চোট পান। ইন্টার মায়ামির হয়ে খেলার সময়েও চোটের কবলে পড়েন। প্রত্যাবর্তনের মেসি আরও শক্তিশালী হয়ে ফিরছেন মাঠে। এগিয়ে আসছে বিশ্বকাপ। তাঁকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে আর্জেন্টিনা। এর মধ্যেই খবর প্রকাশিত হল বার্সার নির্বাচনে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশ নিতে চলেছেন।
আরও পড়ুন: বারবার বলা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, এবার ক্রিকেটার পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করল আদালত...
