আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল শিবির। সরাসরি রেফারিকে দায়ী করলেন অস্কার ব্রুজো। দাবি, দুটো গোলের ক্ষেত্রেই রেফারির ভুল ছিল। অস্কার বলেন, 'প্রথম গোলটা ফাউল ছিল। দ্বিতীয় গোলটা হ্যান্ডবল। প্রত্যেকবার ইস্টবেঙ্গলের রেফারিং নিয়ে সমস্যা হয়। আমরা সেটা জানি। আমরা এই নিয়ে হতাশ। এগুলো আমাদের হাতে নেই। চারটে গোল আমরা সেটপিস থেকে খেয়েছি। আমরা আধিপত্য নিয়ে খেললেও সুযোগ কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ তিন-চারটে সুযোগ তৈরি করে গোল করেছে। ফ্যানদের জন্য দুঃখিত।'
অস্কারের কথায় সায় দেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে শুধুমাত্র রেফারির কারণে হার, এমন দাবি করেননি। দেবব্রত সরকার বলেন, 'আমরা যখনই খেলা শুরু করি, একটা কুণ্ডু, একটা অমুক চলে আসে। আমার কাছে ডকুমেন্ট আছে। দ্বিতীয় গোলটা কী হয়েছে সবাই দেখেছি। হাতে লাগল। আমাদের পেনাল্টি দিল না কেন? শেষে লাথি মেরে ফেলে দিল। তবে আমি বলব না এটার জন্য হেরেছি। বলব আমরা খেলতে পারিনি, হেরেছি।' ইস্টবেঙ্গল কর্তা চান, বাংলায় ট্রফি আসুক। শনিবার লাল হলুদ ফ্যানদেরও মাঠে আসার আহ্বান জানান। দেবব্রত সরকার বলেন, 'আজকে আমরা বাজে খেলেছি। ক্লান্তি ফ্যাক্টর নয়। ডায়মন্ড হারবার আমাদের থেকে বেশি ক্লান্ত ছিল। চান্স ফ্যাক্টর কাজ করে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের থেকে ওরা অনেক ভাল খেলেছে। আমরা ডায়মন্ড হারবারের জন্য প্রার্থনা করব। যাতে বাংলায় ট্রফি আসে। আমি চাইব সারা বাংলা ডায়মন্ড হারবারকে সাপোর্ট করুক। এখানে খেলা হলে আমিও আসব।' স্টেডিয়াম ছাড়ার আগে কোচ কিবু ভিকুনা এবং কর্তা আকাশ ব্যানার্জিকে অভিনন্দন জানান ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। দাবি করেন, 'ট্রফি বাংলায় আনতে হবে।'
আগের দিন জানিয়েছিলেন, ভাল গোল করলে সেলিব্রেট করবেন। কিন্তু বুধ রাতে জয়সূচক গোলের পর ছিল না কোনও উদযাপন। এই প্রসঙ্গে জবি জাস্টিন বলেন, 'আমরা দল হিসেবে সেলিব্রেট করেছি। তবে আমি আমার পুরোনো ক্লাবকে সম্মান করি। তাই আলাদা করে উদযাপন করিনি। তবে ম্যাচের পর সবাই মিলে সেলিব্রেট করেছি।' টানা তিনটে আইএসএলের ক্লাবকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ওঠে ডায়মন্ড হারবার। নিজের পারফরম্যান্সে খুশি প্রাক্তন ইস্টবেঙ্গলী। জবি বলেন, 'পেশাদার প্লেয়ার হিসেবে আমার কাজ দলকে জেতানো। সেটাই করেছি। আগে আমি ইস্টবেঙ্গলের জন্য সেরাটা দিয়েছি। কিন্তু এখন আমি ডায়মন্ড হারবারের প্লেয়ার। তারওপর আমি অধিনায়ক। তাই আমাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি গর্বিত এবং খুশি। দল হিসেবে খেলে আমরা জিতেছি।' ফাইনালে প্রতিপক্ষ আরও একটা আইএসএলের ক্লাব। শেষ ল্যাপে কি বাজিমাত হবে? জবি বলেন, 'আশা করছি ফাইনালটা ভাল হবে। ক্লাব আইএসএল খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমাদের এবার সেই পর্যায় খেলতে হবে। তিনটে আইএসএলের ক্লাবকে হারাতে পেরে খুশি। ফাইনালেও আমরা আইএসএল ক্লাবের বিরুদ্ধেই খেলছি।' ম্যাচ শেষে ডায়মন্ড হারবারের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি জানান, এখন চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবছেন না। বাংলায় ট্রফি ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী।
