আজকাল ওয়েবডেস্ক:‌ ফের মেসি ম্যাজিক। লিগস কাপে তাঁর দল ইন্টার মায়ামি জিতল ২–১ ব্যবধানে। নিজে গোল না করলেও দুটি গোলের ক্ষেত্রেই অবদান থাকল মেসির।


অলস্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন মেসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন ফুটবলার। হাড্ডাহাড্ডি ম্যাচে আটলাসকে ২–১ গোলে হারিয়ে নাটকীয় জয় পেল ইন্টার মায়ামি। 


ফোর্ট লডারডেলে লিগস কাপের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। যদিও বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি মায়ামি এবং আটলাস। এর মধ্যে বেশ কিছু নিশ্চিত গোল বাঁচান মায়ামি গোলকিপার রোকো বোভো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যেতে পারত মায়ামি। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

 

আরও পড়ুন:‌ ওভাল টেস্টের আগের দিন ভারতীয় দলের নেটে আচমকাই হাজির এই বোলার, খেলবেন নাকি?‌


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ৫৭ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে বিপক্ষের জালে জড়াতে ভুল করেননি তেলাসকো সেগোভিয়া। এগিয়ে যায় মায়ামি। যদিও ৮০ মিনিটে রিভাল্ডো লোজানো সমতা ফেরান আটলাসকে।


যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হতে চলেছে, ঠিক তখনই ফের মেসি ম্যাজিক। খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রায় ৯৬ মিনিটে মেসির ডিফেন্স চেরা পাস থেকে মায়ামির হয়ে জয়সূচক গোল করেন মার্সেলো ভিগান্ট। যদিও গোলটির ক্ষেত্রে প্রথমে অফসাইডের পতাকা উঠেছিল। পরে ‘ভার’–এর সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর ফলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মেসির মায়ামি।


প্রসঙ্গত, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয় আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পলের। আর অভিষেকেই তিনি দেখলেন মেসি ম্যাজিক। ম্যাচের পর মেসি জানান, ‘যত বেশি ম্যাচ খেলি ততই যেন আমি বেশি ছন্দ ফিরে পাই। শারীরিকভাবেও তরতাজা মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের দল জিতেছে।’‌ 

 

আরও পড়ুন:‌ ওভাল টেস্ট শুরুর আগেও সেই বল বিতর্ক, এবার সরকারিভাবে অভিযোগই জানিয়ে ফেলল ভারতীয় দল ...

‌‌এদিকে, মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে অংশ না নেওয়ার খেসারত দিতে হয়েছিল লিওনেল মেসি ও জর্ডি আলবাকে। তাই রবিবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও সিনসিনাটির খেলায় মাঠে নামতে পারেননি মেসি ও আলবা। মেজর লিগ সকারের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল ‘‌চলতি সপ্তাহে মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে অনুপস্থিত থাকার জন্য সিনসিনাটির বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না ইন্টার মায়ামির জর্ডি আলবা ও লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনও খেলোয়াড় যদি অলস্টার ম্যাচে অনুপস্থিত থাকে, তাহলে সংশ্লিষ্ট ক্লাবের পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না।’‌ তবে এটা ঘটনা, অলস্টার গেমে অংশ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের নিয়ম প্রচলিত রয়েছে। সেই নিয়মই কার্যকর করা হয় মেসির ক্ষেত্রে।