আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় দলের নেটে আচমকাই হাজির দীপক চাহার। ওভাল টেস্টের আগের দিন টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা গেল এই পেসারকে। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হলেও লাল বলের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি চাহারের। 


প্রসঙ্গত, লর্ডস টেস্টের আগেও টিম ইন্ডিয়ার নেটে দেখা গিয়েছিল চাহারকে। ব্যাটারদের বল করে যাচ্ছিলেন তিনি। ওভাল টেস্টের আগের দিনও নেটে সেই কাজই করলেন চাহার। ভিডিওয় দেখা গেছে, নেটে গিলদের বোলিং করে চলেছেন চাহার।

 

আরও পড়ুন:‌ ওভাল টেস্ট শুরুর আগেও সেই বল বিতর্ক, এবার সরকারিভাবে অভিযোগই জানিয়ে ফেলল ভারতীয় দল ...


এদিকে ওভাল টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নেই জসপ্রীত বুমরা। তাঁর জায়গায় টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। তবে এটাই একমাত্র পরিবর্তন নয়। এছাড়াও তিনটে বদল হতে পারে। সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, দলে ফিরতে পারেন করুণ নায়ার। ম্যাঞ্চেস্টার টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। শার্দূল ঠাকুরের জায়গায় দলে ফিরবেন। 


চতুর্থ টেস্টে করুণের জায়গায় নেওয়া হয়েছিল সাই সুদর্শনকে। রান পান তামিলনাড়ুর ব্যাটার। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। বরং, ফেরানো হচ্ছে করুণকে। ওভাল টেস্টের দল থেকে বাদ পড়বেন জসপ্রীত বুমরা এবং অংশুল কম্বোজ। প্রথম একাদশে ফিরছেন আকাশ দীপ। কম্বোজের জায়গার অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে এক জনকে খেলানো হবে। প্রথম চার টেস্টে সুযোগ পাননি কুলদীপ যাদব। তাঁকে খেলানোর দাবি তোলেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার ইংল্যান্ড সফরে সুযোগ নাও পেতে পারেন চায়নাম্যান স্পিনার। ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরান‌ করায়, তাঁদের বাদ দেওয়ার প্রশ্ন নেই। এই জুটিকেই দেখা যাবে ওভালে। বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী দুই অলরাউন্ডার। এটাই তাঁদের কুলদীপের থেকে এগিয়ে রাখবে। গম্ভীর বরাবরই অলরাউন্ডার খেলানোর পক্ষে। একজনকে বসিয়ে কোনওভাবেই বিশেষজ্ঞ স্পিনার খেলাবেন না। সুতরাং, পঞ্চম টেস্টে মোট চারটে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, ওভাল টেস্টে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, ওভাল টেস্টের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।


প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যেমন বিকেলের দিকে ভাল রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে ওভালে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম।


খেলার পাঁচ দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রথম দিন সকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর স্থানীয় সময় বিকেল তিনটে থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।


অর্থাৎ এই টেস্টেও বৃষ্টি ভাল রকম থাবা বসাতে পারে। এর আগে ম্যাঞ্চেস্টার টেস্টেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। কিন্তু খেলার পাঁচ দিনই কিন্তু বৃষ্টি হয়নি।

সিরিজে ভারত ১–২ পিছিয়ে রয়েছে। এই অবস্থায় শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে চাইবেন গম্ভীররা। কিন্তু বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াবে না তো?‌ এটাই এখন কোটি টাকার প্রশ্ন।