আজকাল ওয়েবডেস্ক: ক্রেতাদের জন্য এবার বিরাট স্বস্তির খবর মিলতে চলেছে। কেন্দ্রীয় সরকার ৯ ক্যারাট সোনাতে হলমার্ক এবার মঞ্জুর করেছে। এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো অফ দ্যা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএসকে। তাদেরকে দ্রুত হলমার্কযুক্ত ৯ ক্যারাট সোনা বাজারে বিক্রির জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন জারি করেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। চলতি মাস থেকেই এটি চালু হয়ে যাবে।


বিআইএসের পক্ষ থেকে বলা হয়েছে ৯ ক্যারাট সোনাতে দামের দিক থেকে অনেকটা কম থাকবে। সেখানে অন্য সোনার সঙ্গে তাল রেখে এই সোনাকে অতি দ্রুত বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। ভারতের সোনার দাম লাফিয়ে বা়ডছে। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৯৯ হাজার পার করেছে। এমসিএক্সের দিক থেকে আবার দেখতে হলে সেটা ১ লাখ ৪৮৪ টাকাতে গিয়ে ঠেকেচে। ফলে অনেকেই ইচ্ছা থাকলেও সোনা কিনতে পারছেন না। সেখানে এই ৯ গ্রাম সোনা যদি বাজারে আসে তাহলে তার ১০ গ্রামের দাম হবে ৩৮ হাজার ১১৯ টাকা। এরপর জিএসটি তো থাকবেই। ফলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রধান টার্গেট।


এরফলে যেটা হবে সেদিক থেকে দেখতে হলে সাধারণের কাছে সোনা কেনা অতি সহজ হবে। ফলে তাদের মুখে চওড়া হাসি থাকবে। যারা কম সোনা কিনতে চান তাদের কাছে এটি একটি বিরাট অপশন। সেখানে ক্রেতাদের আত্মবিশ্বাস ফিরবে। সোনার দাম উৎসবের সিজনে কমে গেলে তার বিক্রি বাড়বে। ফলে সেখানে সোনা শিল্পের বিকাশ হবে। গ্রামীণ ভারতে যেখানে সোনা কেনা সহজ নয়, সেখানে সোনার বিক্রি বাড়লে দেশের অর্থনীতি উন্নত হবে।


বর্তমানে বিআইএসের হলমার্ক ছিল ২৪ ক্যারাট, ২৩ ক্যারাট, ২২ ক্যারাট, ২০ ক্যারাট, ১৮ ক্যারাট এবং ১৪ কেজি সোনাতে। তবে এবার সেই তালিকায় যুক্ত হল ৯ ক্যারাটের দাম। 


১৮ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ৭৫৯৭ টাকা, মঙ্গলবারের থেকে ৮৬ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ৭৫৯৭০ টাকা, মঙ্গলবারের থেকে ৮৬০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ৭৫৯৭০০ টাকা, মঙ্গলবারের থেকে ৮৬০০ টাকা বাড়ল।


২২ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ৯২৮৫ টাকা, মঙ্গলবারের থেকে ১০৫ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ৯২৮৫০ টাকা, মঙ্গলবারের থেকে ১০৫০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ৯২৮৫০০ টাকা, মঙ্গলবারের থেকে ১০৫০০ টাকা বাড়ল।


২৪ ক্যারেট ––১ গ্রাম সোনার দাম ১০১২৯ টাকা, মঙ্গলবারের থেকে ১১৪ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১০১২৯০ টাকা, মঙ্গলবারের থেকে ১১৪০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ১০১২৯০০ টাকা,মঙ্গলবারের থেকে ১১৪০০ টাকা বাড়ল।


দিল্লিতে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯৩০০০ টাকা। মঙ্গলবারের থেকে ১০৫০ টাকা বাড়ল।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ১০১৪৪০ টাকা। মঙ্গলবারের থেকে ১১৪০ টাকা বাড়ল।


হায়দরাবাদে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯২৮৫০ টাকা। মঙ্গলবারের থেকে ১০৫০ টাকা বাড়ল।

আরও পডুন:  এই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৮ শতাংশের বেশি, বিনিয়োগ করলেই হবে শ্রীবৃদ্ধি


জয়পুরে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯৩০০০ টাকা। মঙ্গলবারের থেকে ১০৫০ টাকা বাড়ল।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ১০১৪৪০ টাকা। মঙ্গলবারের থেকে ১১৪০ টাকা বাড়ল।


মুম্বাইয়ে সোনার দাম
২২ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ৯২৮৫০ টাকা। মঙ্গলবারের থেকে ১০৫০ টাকা বাড়ল।
২৪ ক্যারেট – প্রতি ১০ গ্রামে ১০১২৯০ টাকা। মঙ্গলবারের থেকে ১১৪০ টাকা বাড়ল।