আজকাল ওয়েবডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনডিসিএক্স (CoinDCX) ১৯ জুলাই একটি গুরুতর সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই হ্যাকের ফলে সংস্থার ট্রেজারি অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৪ মিলিয়ন ডলারের সম্পদ চুরি গেছে বলে জানানো হয়েছে। তবে কোম্পানি আশ্বস্ত করেছে যে এই হামলার ফলে ব্যবহারকারীদের অর্থের উপর কোনো প্রভাব পড়েনি।

এই ঘটনা প্রকাশ্যে আসে ২০ জুলাই, যখন কয়েনডিসিএক্স-এর সহ-প্রতিষ্ঠাতা নীরজ খান্ডেলওয়াল এক্স-এ একটি বিশদ বিবৃতি প্রকাশ করেন। তিনি জানান, “আমাদের ট্রেজারি অ্যাকাউন্ট থেকে মোট ~৪৪ মিলিয়ন ডলার হারিয়েছে। এই ক্ষতির সম্পূর্ণ ভার আমাদের কোম্পানি নিজে বহন করবে। দিনের শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল সম্পদ সুরক্ষিত করা।”

কয়েনডিসিএক্স-এর তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই সাইবার আক্রমণ শুধুমাত্র একটি অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করেছিল, যা একটি পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি প্রভিশনিং-এর জন্য ব্যবহৃত হয়। “কোনও গ্রাহকের ফান্ড বা ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়নি,” সংস্থার তরফে জানানো হয়েছে।

 আরও পড়ুন: ট্রাম্পের নয়া নিশানা ওবামা: এআই-ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

সংস্থার আরেক সহ-প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত বলেন, “যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন ও স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন, তাঁদের ধন্যবাদ। গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা সর্বাগ্রে। গ্রাহকের অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। কিন্তু এই হামলাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”

তিনি আরও বলেন, “এটি শুধুমাত্র একটি অভ্যন্তরীণ অ্যাকাউন্টের ঘটনা হলেও, এটি গোটা ক্রিপ্টো ইকোসিস্টেমের জন্য একটি সতর্কবার্তা। ভারত সহ গোটা বিশ্বের জন্য এটি এক গুরুতর সংকেত। ভারতের বৃহত্তম এক্সচেঞ্জ হিসেবে আমরা সুরক্ষা ও টেকসই ব্যবস্থার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করব।”

হামলার বিশদ বিবরণ:

কয়েনডিসিএক্স জানিয়েছে, হামলাটি একটি অভ্যন্তরীণ অ্যাকাউন্টের মাধ্যমে ঘটেছে, যেখান থেকে প্রায় ৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ সরানো হয়েছে। চুরি হওয়া সম্পদ দুটি ব্লকচেইন—সোলানা ও ইথেরিয়াম—এর মধ্যে ব্রিজ ব্যবহার করে স্থানান্তর করা হয়েছে।

চুরি হওয়া সম্পদের মধ্যে রয়েছে:

৪,৪৪৩ ইথ (ETH), যার মূল্য প্রায় ১৫.৭ মিলিয়ন ডলার

১,৫৫,৮৩০ সোল (SOL), যার মূল্য প্রায় ২৭.৬ মিলিয়ন ডলার (বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে)


এই ঘটনার পর থেকে কয়েনডিসিএক্স ব্লকচেইন অ্যানালিটিক্স সংস্থাগুলির সহায়তায় চুরি যাওয়া ওয়ালেটগুলির গতিবিধি নজরে রাখছে।

ভারতে এক বছরে দ্বিতীয় বড় হ্যাক:

গত বছরের জুলাই মাসে আরেক ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়াজিরএক্স (WazirX), প্রায় ২৩৪ মিলিয়ন ডলার হারায়, যখন তাদের একটি ওয়ালেট হ্যাক করা হয়। ওই ঘটনার পর সংস্থাটি সাময়িকভাবে ট্রেডিং ও উইথড্রয়াল বন্ধ করে দেয়, ফলে ৪.৪ মিলিয়ন ভারতীয় ব্যবহারকারীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওয়াজিরএক্স এরপর একটি এফআইআর দায়ের করে এবং হ্যাক সংক্রান্ত তথ্যদাতাদের জন্য ২৩ মিলিয়ন ডলারের ‘হোয়াইট হ্যাট বাউন্টি’ ঘোষণাও করে। এই দুটি ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, ভারতে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে এখন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।