আজকাল ওয়েবডেস্ক: মরশুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ। স্প্যানিশ জায়ান্টের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম তাঁর দীর্ঘস্থায়ী কাঁধের সমস্যার জন্য অস্ত্রোপচার করেছেন। তিনি অন্তত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছে ক্লাব। ফলে লা লিগার নতুন মরশুমের শুরুতে তিনি খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে এক লা লিগার ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর থেকেই বেলিংহ্যাম কাঁধের ব্যথায় ভুগছিলেন। সেই থেকে তিনি একটি বিশেষ ব্রেস পরে খেলে যাচ্ছিলেন, যা জামার নিচে লুকানো থাকত। তবে ক্লাব বিশ্বকাপের পরই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সময় নিয়েছিলেন বেলিংহ্যাম। টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে প্যারিস সাঁ-জাঁ-এর কাছে পরাজিত হয়ে ছিটকে যায় ক্লাব বিশ্বকাপ থেকে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জুড বেলিংহ্যাম সফলভাবে বাঁ কাঁধের ডিসলোকেশন সমস্যা কাটিয়ে ওঠার জন্য অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ডাক্তার মানুয়েল লেইস ও অ্যান্ড্রু ওয়ালেস এই অপারেশন সম্পন্ন করেন, রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। এখন তিনি রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন’। রিয়াল মাদ্রিদ নতুন কোচ জাবি অ্যালান্সোর অধীনে আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে লা লিগা অভিযান শুরু করবে।

বেলিংহ্যাম সেই ম্যাচসহ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ এবং সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের হয়ে আন্দোরা ও সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলো মিস করতে পারেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১১৪ মিলিয়ন ডলারে (প্রায় ৯৭৯ কোটি টাকা) আসার পর থেকে বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০টি ম্যাচে অংশ নিয়েছেন। পিএসজির বিপক্ষে সর্বশেষ ম্যাচেই তিনি শততম ম্যাচ খেলেন। ২০২৩-২৪ মরশুমে রিয়ালের হয়ে অভিষেকের পর তিনি মাত্র চারটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। এই সময়ে তিনি ৩৮টি গোল ও ২৭টি অ্যাসিস্ট করেন।

তবে আশার খবর হল, জুড বেলিংহ্যাম আগামী অক্টোবরে বার্সেলোনার বিরুদ্ধে মরশুমের প্রথম এল ক্লাসিকোর আগেই মাঠে ফিরতে পারেন। যদিও ২৯ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাদ্রিদ ডার্বির প্রথম লেগ মিস করার সম্ভাবনা রয়েছে তাঁর। উল্লেখ্য, রিয়ালের পাশাপাশি দল গুছিয়ে নিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সি লামিনে ইয়ামালকে দিয়ে বড় চমক দিয়েছে তারা।। শুধু মেসি নন বার্সেলোনায় খেলার সময় মারাদোনা, রোনাল্ডিনহোরাও পরেছিলেন ১০ নম্বর জার্সি। এবার সেই জার্সিই পড়তে দেখা যাবে তরুণ ইয়ামালকে।

বুধবারই বার্সেলোনার সঙ্গে ইয়ামালের নতুন চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। তবে ১০ নম্বর জার্সি পরলেও মেসির পথ অনুসরণ করতে চান না ইয়ামাল। তিনি চান নিজের মতো খেলতে। প্রসঙ্গত, ঐতিহ্যশালী লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইতিমধ্যেই দেশ এবং ক্লাবের হয়ে নজর কেড়েছেন। বার্সেলোনাও তাঁকে আগামী দিনের তারকা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ ইতিমধ্যেই জিতেছেন ইয়ামাল।