আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১০ বলে ৩৯ রান। এক ওভারে পাঁচ-পাঁচটা ছক্কা। বৈভব সূর্যবংশীর সতীর্থর রুদ্র রূপ দেখল ক্রিকেট দুনিয়া। গ্লোবাল সুপার লিগ ২০২৫-এ গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হ্যারিকেন্সের ম্যাচ ছিল। 

সেই ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্স জেতে। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠতে পারেন। সূর্যবংশীর কোন সতীর্থ এমন বিস্ফোরক ব্যাটিংয়ের রাস্তা নিলেন? তিনি শিমরন হেটমায়ার। 

রাজস্থান রয়্যালসে সূর্যবংশীর সতীর্থ ছিলেন হেটমায়ার। ছক্কার ঝড়ে আইপিএল মাতাতে পারেননি ক্যারিবিয়ান তারকা হেটমায়ার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবিয়ান তারকা ভয়ঙ্কর হয়ে উঠছেন। ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার এর আগে মেজর লিগ ক্রিকেটে চেনা অবতারে ধরা দিয়েছিলেন। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিয়েছিলেন। 

গ্লোবাল সুপার লিগেও হেটমায়ার চেনা ছন্দে অবতীর্ণ হলেন। প্রতিপক্ষের বোলার ফ্যাবিয়েন অ্যালেনকে দশম ওভারে বেধরক প্রহার করলেন ক্যারিবিয়ান তারকা। ফাইনালে রংপুর রাইডার্সের সামনে হেটমায়ারের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ফাইনালের বল গড়াবে ১৮ তারিখ। 

আরও পড়ুন:‌ কেন দেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলছেন রাসেল, পুরানরা!‌ ক্যারিবিয়ান বোর্ডকেই একহাত নিলেন লারা 

হেটমায়ার যখন ক্রিজে আসেন, তখন ওয়ারিয়র্স ভাল জায়গায় ছিল না। নবম ওভার চলছে। ৩ উইকেট হারিয়ে ৪২ রান ওয়ারিয়র্সের। সেই সময়ে ৬৩ বলে ৮৪ রান দরকার জয়ের জন্য। উসামা মীরের একটি ডেলিভারি থেকে রান পাননি হেটমায়ার। পরের ডেলিভারি থেকে এক রান নেন ক্যারিবিয়ান তারকা। পরের ওভারে হেটমায়ার আক্রমণ শুরু করেন। ফ্যাবিয়ান অ্যালেনকে পাঁচটা বলে ছক্কা হাঁকান তিনি। 

?ref_src=twsrc%5Etfw">July 17, 2025

 

প্রথম ছক্কাটা উড়ে যায় লং অনের উপর দিয়ে। ওডিয়েন স্মিথ ক্যাচ ফেলে দেন। সেটাও ছক্কা হয়। তৃতীয় ডেলিভারিটা সরাসরি গিয়ে আঘাত হানে সাইট স্ক্রিনে। ডিপ মিড উইকেটের উপর দিয়ে আরও একটি ছক্কা মারেন তিনি। পঞ্চম বলে দু'রান নেন হেটমায়ার। ওভার শেষ করেন ছক্কা হাঁকিয়ে। ডিপ মিড উইকেটের উপর দিয়ে হেটমায়ার গ্যালারিতে ফেলেন অ্যালেনকে। অ্যালেনের ওভারে ৩২ রান আসে। ওয়ারিয়র্স পৌঁছে যায় ৩ উইকেটে ৭৫ রানে। 

মীরকে আরও একটি ছক্কা হাঁকান হেটমায়ার। তার পরে জ্যাকসন বার্ড তালুবন্দি করেন ক্যারিবিয়ান তারকাকে। হেটমায়ার দ্রত গতিতে রান তোলায় ম্যাচ জেতার গন্ধ ঢুকে পড়ে গায়ানা ওয়ারিয়র্সের সাজঘরে। মইন আলি বাকি কাজটা সারেন। ২১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় গায়ানা। 

প্রথম ইনিংসে ওয়ারিয়র্সের বোলাররা ১২৫ রানে শেষ করে দেয় হারিকেনকে। ১৬.১ ওভারে শেষ হয়ে যায় তারা। হেটমায়ারের কাছে বেধরক মার হজম করা অ্যালেন ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ২০ বলে ২৮ রান করেন তিনি। 

গ্লোবাল লিগের এই ম্যাচে হেটমায়ার ৩২ রান করে তিনি ফর্মে ফিরলেন। এর আগে ক্যারিবিয়ান তারকা ১৩,১২ ও ১৪ রান করেছিলেন। মেজর লিগ ক্রিকেটে আগুনে ফর্মে ব্যাটিং করেন হেটমায়ার। সিয়াটল ওরকাসের হয়ে অপরাজিত ৯৭, ৬২ এবং ৭৮ রান করেন তিনি। 

গ্লোবাল সুপার লিগে নামার পর থেকে ফর্মে ছিলেন না। কিন্তু আসল সময়ে হেটমায়ার আগুনে ব্যাটিং করলেন। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচ শুরু হবে ২০ জুলাই। অজিদের বিরুদ্ধেও কি হেটমায়ার ব্যাট হাতে এমন আগুন ধরাতে পারবেন? 

আরও পড়ুন: ছন্দ এখনও ফিরে পাননি নেইমার, তবুও তিনি গোল করছেন, জেতাচ্ছেন স্যান্টোসকে