মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে তাপপ্রবাহের সংকট: বাড়ছে তাপমাত্রা, বাড়ছে শ্রমিকের মৃত্যু, জরুরি ভিত্তিতে প্রয়োজন কাঠামোগত ও নীতিগত সংস্কার

SG | ১৩ জুলাই ২০২৫ ২২ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের জুন মাসে উত্তর ভারতের বহু জেলায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) একাধিক রাজ্যে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করে। এই পরিস্থিতি আর নিছক মৌসুমি সমস্যা নয়—এখন তা রূপ নিচ্ছে এক জাতীয় জনস্বাস্থ্য সংকটে। মাত্র ২০২৪ সালেই ভারতে ৪০,০০০-এর বেশি হিট স্ট্রোকের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৭০০-র বেশি মৃত্যু হয়েছে। মৃতদের বড় অংশই ছিলেন ৩৮ কোটি গরমে কাজরত শ্রমজীবী মানুষ—যেমন নির্মাণ, কৃষি ও কারখানা খাতের শ্রমিকরা।

সবচেয়ে বেশি ভুগছেন নির্মাণ শ্রমিকরা। একটি সমীক্ষা অনুযায়ী, ৬০ শতাংশ শ্রমিক স্বীকার করেছেন যে তাঁরা গ্রীষ্মে কাজ করতে গিয়ে বারবার জলশূন্যতা, মাথা ঘোরা, এমনকি জ্ঞান হারানোর মতো সমস্যার মুখে পড়ছেন। ২০২৪ সালে দিল্লির তীব্র তাপপ্রবাহে মাত্র তিন দিনেই মৃত্যু হয় ৫০ জন গৃহহীন মানুষের। অন্যদিকে রাজস্থান ও চেন্নাইতে ৩ হাজারের বেশি শ্রমিক কাজের সময় হিট স্ট্রোকে অজ্ঞান হয়ে পড়েন। মানবিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও ভয়াবহ। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) জানায়, গ্রীষ্মকালে তাপপ্রবাহের সময় উৎপাদনশীলতা গড়ে ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়। তাপজনিত কারণে প্রতি বছর ভারতে ৩৪ মিলিয়ন কর্মদিবস নষ্ট হয়, যা শ্রমিকের আয় ও স্বাস্থ্যব্যবস্থার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করে।

একাধিক রাজ্য ও শহরে Heat Action Plan (HAP) থাকলেও তার বাস্তব রূপায়ন দুর্বল ও খণ্ডিত। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিকল্পনাগুলি পরামর্শমূলক এবং বাধ্যতামূলক নয়। মাত্র ৩০ শতাংশ HAP-এ স্বতন্ত্র বাজেট বরাদ্দ থাকে, ফলে অর্থের অভাবে পরিকল্পনাগুলি বাস্তবে রূপ পায় না। এছাড়া সরকারি দপ্তর, এনজিও ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবের ফলে বহু উদ্যোগ মাঠে নামার আগেই থেমে যায়। ২০২৪ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পরামর্শ—যেমন কাজের সময়সূচী পরিবর্তন, হাইড্রেশন ব্রেক, ও ঠান্ডা বিশ্রামস্থল নির্মাণ—পজিটিভ উদ্যোগ হলেও বাস্তবায়নে বিশাল ফাঁক থেকে গেছে। দিল্লি সরকার দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরের কাজ নিষিদ্ধ করার পরামর্শ দিলেও ৬১ শতাংশ পথবিক্রেতার জন্য কোনও ঠান্ডা অবকাঠামো নেই, ফলে তারা কাজ চালাতে বাধ্য হন।

এই সংকটের মধ্যে কিছু শহরে আশাব্যঞ্জক দৃষ্টান্ত গড়ে উঠেছে। আহমেদাবাদে Heat Action Plan কার্যকরভাবে মৃত্যুহার কমাতে পেরেছে। জোধপুরে ক্ষতিপূরণ ভিত্তিক মডেল চালু হয়েছে এবং স্থানীয় সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। থানে শহরে ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপিং-এর মাধ্যমে তাপপ্রবাহ ঝুঁকি চিহ্নিত করে অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু এইসব ব্যতিক্রম ছাড়া অধিকাংশ জায়গাতেই অর্থ বরাদ্দের অভাবই মূল বাধা। বিশেষজ্ঞদের মতে, নির্মাণ শ্রমিকদের কল্যাণের জন্য যে BOCW সেস তহবিল রাজ্য সরকার সংগ্রহ করে, তার অন্তত ১ শতাংশ হিট অ্যাকশন প্ল্যান রূপায়নে বরাদ্দ করলে স্থায়ী ও প্রভাবশালী হস্তক্ষেপ সম্ভব।

২০২৫ সালের এপ্রিল পর্যন্ত কমপক্ষে ১০টি রাজ্য—যেমন তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ইত্যাদি—তাপপ্রবাহকে রাজ্য-নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে তারা SDRF অর্থাৎ রাজ্য দুর্যোগ তহবিল থেকে অর্থ পেতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত Disaster Management Act, 2005 অনুযায়ী তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এর ফলে ১.২ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় দুর্যোগ তহবিল ব্যবহারযোগ্য নয়, বিশেষ করে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের জন্য।

এই প্রেক্ষাপটে একটি নতুন ও কার্যকর সমাধান হিসেবে উঠে এসেছে প্যারামেট্রিক ইনসিওরেন্স মডেল। এতে নির্ধারিত তাপমাত্রা (যেমন: ৪০ ডিগ্রি সেলসিয়াস দুই দিন ধরে) অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়—জটিল কাগজপত্র বা যাচাইয়ের দরকার নেই। দুটি উল্লেখযোগ্য উদাহরণ হল: SEWA-এর ২০২৪ সালের প্রকল্পে ৫০,০০০ নারী শ্রমিককে আচ্ছাদিত করা হয় এবং হিটওয়েভের সময় ২.৯২ কোটি ক্ষতিপূরণ বিতরণ করা হয়। অন্যদিকে ICICI Lombard-এর প্রকল্পে আহমেদাবাদে তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রির বেশি হলে প্রতিজন শ্রমিককে ৭৫০ টাকা তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম (DMRF বা BOCW সেস তহবিল থেকে পরিশোধযোগ্য) এই বীমা সরকার চাইলে বিপুল পরিসরে চালু করতে পারে। আধার ও UPI-এর মাধ্যমে সরাসরি আর্থিক লেনদেন সম্ভব, ফলে দালাল বা মাঝপথে বিলম্বের সুযোগ নেই।

তবে শুধুমাত্র ক্ষতিপূরণ নয়, কাজের সময় ও অভ্যাসে পরিবর্তন আনাও জরুরি। যদি কাজের সময় সকাল ৫টা-১০টা ও সন্ধ্যা ৬টা-১১টা পর্যন্ত নির্ধারণ করা যায়, তবে ৭০% পর্যন্ত তাপঝুঁকি কমানো সম্ভব। কিন্তু এর জন্য প্রয়োজন নির্দিষ্ট অবকাঠামো। যেমন, রাতের সময় মেট্রো ও বাস পরিষেবা চালু রাখা, সোলার পাওয়ারে চালিত LED লাইট দিয়ে কাজের জায়গায় নিরাপত্তা বাড়ানো, রাতজাগা খাবারের দোকান চালু রাখা, এবং শিশু থাকা শ্রমিকদের জন্য নাইট-টাইম ডে কেয়ার চালু করা।

এই সমস্ত উদ্যোগ বাস্তবায়নের জন্য শুধুমাত্র অর্থ নয়, প্রয়োজন মিউনিসিপ্যাল স্তরের সক্রিয় পরিকল্পনা ও আন্তঃবিভাগীয় সমন্বয়। সরকারকে শুধুমাত্র পরামর্শ দিয়ে থেমে না থেকে হিট স্ট্রেস মোকাবিলায় আইনি বাধ্যবাধকতা আরোপ করতে হবে। এর মধ্যে পড়বে—তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া; কর্মক্ষেত্রে ছায়াযুক্ত বিশ্রামস্থান, বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক, ও তাপ সহিষ্ণু সময়সূচীর মতো নিরাপত্তা মানদণ্ড তৈরি করা; এবং পৌরসভা বাজেটের অন্তত ২ শতাংশ কুল রুফ, ওয়াটার ATM ইত্যাদি অবকাঠামো নির্মাণে বরাদ্দ রাখা। এর পাশাপাশি সরকার যদি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্যারামেট্রিক ইনসিওরেন্স সম্প্রসারণ করে, এবং PM-JAY-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শ্রমিকদের তাতে অন্তর্ভুক্ত করে, তাহলে শ্রমিকরা অনেক বেশি সুরক্ষিত হবেন।

২০২৫ সালের গ্রীষ্ম আবারও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ এখন আর ঋতুগত ঘটনা নয়—এটা এক অস্তিত্বের সংকট। শ্রমিকদের প্রাণ বাঁচাতে হলে ব্যবহারিক, ন্যায্য ও অধিকারভিত্তিক নীতি দরকার। Parametric insurance, কাজের সময় পুনর্বিন্যাস, ও নতুন অবকাঠামো—এই সব উদ্যোগ ভারতের শ্রমজীবী জনগণের জন্য সুরক্ষা গড়ে তুলতে পারে। তাপপ্রবাহ থেকে শ্রমিককে রক্ষা করা শুধু মানবিক কর্তব্য নয়, ভারতের মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার যাত্রার এক অপরিহার্য পদক্ষেপ। এখন আর পাইলট প্রকল্প বা পরামর্শ দিয়ে কাজ হবে না—প্রয়োজন জাতীয় স্তরের দৃঢ়তা ও দ্রুত পদক্ষেপ।


নানান খবর

১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায়

মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ

'চলো বিয়ে করে নিই', প্রেমিককে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি, প্রেমিকাকে মেরে গাড়িতে ভরে দিলেন শিক্ষক

খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, এমন সময় বেপরোয়া ট্রাক পিষে দিল যুবককে, শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

পাশবিক হত্যাকাণ্ড! নিজের আড়াই বছরের শিশুকে শ্বাসরোধ করে নদীর জলে ভাসিয়ে দিল বাবা, স্তব্ধ গোটা রাজ্য

মাটির নিচ থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ! গ্রামবাসীরা স্তম্ভিত, যোগীরাজ্যে হাড়হিম কাণ্ড

এবার বিজ্ঞান-প্রযুক্তি ও আদালতের ভাষাকে হিন্দি করার কথা বললেন অমিত শাহ!

বীভৎস! যমুনায় ডুবে মৃত্যু ব্যক্তির, নিখোঁজ শিশু, তল্লাশি জারি...

'আর সহ্য করতে পারছি না', স্ত্রী, শাশুড়ির নির্যাতনে জেরবার, চরম পদক্ষেপের আগে ভয়াবহ অভিযোগ যুবকের

উত্তাল প্রেমে ভয়ঙ্কর হত্যাকাণ্ড! নিজের ২ বছরের মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দিল মা, সেই রাতেই পালিয়ে গেল প্রেমিকের সঙ্গে

নাচতে নাচতেই সব শেষ! গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, পিষে দিল পরপর তরুণকে, মৃত্যুমিছিল এই রাজ্যে

ছাদে কাপড় তুলতে গিয়েই বিপত্তি, ঘিরে ধরল একদল বাঁদর, পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৬৫ বছরের বৃদ্ধার

শরীরের বিনিময়ে টাকার খেলা! সঙ্গমের চরম মুহুর্তে ১৫জন মহিলাকে...

আচমকা হার্ট অ্যাটাকের আগে জানান দেয় জিভ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হৃদরোগের ঝুঁকি?

পুজোর আগে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

ভারতীয় স্বামী চাই! প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে তরুণীর চাঞ্চল্যকর দাবি, নেটিজেনরা বলছেন, "এই স্বপ্নের জন্য শাহরুখ খান দায়ী"

মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ, সঙ্গে যক্ষ্মার লড়াই! সুস্থ থাকতে কোন নিয়ম মেনে ৮২-তে ক্লান্তিহীন বিগ বি?

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে হুঙ্কার আহাল এফকের কোচ এজিজ আন্নামুহামেদভের। সচরাচর কোনও অ্যাওয়ে দলের কোচ যা করেন না, তাই করে বসলেন তুর্কমেনিস্তানের ক্লাবের কোচ। কলকাতায় এসে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোলিনার দলকে। দলে তাবড় তাবড় বিদেশি ফুটবলার। তারমধ্যে রয়েছে তিনজন বিশ্বকাপার। তারওপর ৫০ হাজার মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে হবে তাঁদের। কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না আহালের কোচ। বরং, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আন্নামুহামেদভ বলেন, 'আমরা মোহনবাগান দল সম্বন্ধে জানি। ভাল ফুটবলার আছে। আমরা ট্যাক্টিকাল ফুটবল খেলব। ওদের আমাদের ডিফেন্ডার এবং ফরোয়ার্ডদের নিয়ে ভাবতে দিন। আমরা প্রথমবার এই প্রতিযোগিতায় খেলছি না। আমরা জানি সমর্থকে ঠাসা থাকবে স্টেডিয়াম। আমাদের জন্য এটা প্রথম নয়। আমরা প্রস্তুত। এর আগেও আমরা ভাল দলের সঙ্গে খেলেছি। তাই সমর্থক নিয়ে আমরা ভাবছি না। আমরা এখানে খেলতে এসেছি। নিজেদের সেরাটা দেব।' দলে কোনও বিদেশি নেই। এগারোজন স্বদেশী ফুটবলার। অলিম্পিকে খেলা অনূর্ধ্ব-২৩ জাতীয় দল থেকে ৭-৮ জন প্লেয়ার রয়েছে দলে। তুর্কমেনিস্তানের জাতীয় দলের ৫-৬ জন ফুটবলার রয়েছে। সুতরাং, বিদেশিহীন হলেও, হেলাফেলা করার মতো দল নয়। আহালের কোচ জানিয়ে দিলেন, তিন পয়েন্ট নিয়ে দেশে ফেরার লক্ষ্যেই তাঁরা এসেছেন। বিদেশিহীন দল নিয়ে বাগানের তারকাখচিত দলের বিরুদ্ধে নামতে কোনও ভয়ডর নেই। আন্নামুহামেদভ বলেন, 'আমরা নিজেদের দেশের ফুটবলের উন্নতি চাই। তাই বিদেশি ফুটবলার আনার কোনও প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। আমরা ওদের তৈরি করতে চাই।' দু'মাস আগে এএফসির প্রস্তুতি শুরু করে দিয়েছে আহাল এফকে। প্রস্তুতিস্বরূপ ট্রেনিং ক্যাম্প হয়েছে। স্থানীয় দলের বিরুদ্ধে তিনটে ম্যাচ খেলেছে। মোহনবাগানের খেলা নিয়ে ভিডিও অ্যানালিসিস হয়েছে। সবরকম হোমওয়ার্ক সেরে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই দেশের পরিবেশের মধ্যে বিশেষ পার্থক্য নেই। তবে কলকাতায় আর্দ্রতা বেশি। কিন্তু আহালের কোচের দাবি, এটা কোনও পার্থক্য গড়ে দেবে না। ১২ সেপ্টেম্বর কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের দল। মাঠ নিয়েও খুশি। এলমান তাগায়েভ বলেন, 'আমরা প্রস্তুত। সতীর্থরা তৈরি। আমরা জানি মোহনবাগান ভারতের চ্যাম্পিয়ন ক্লাব। শক্তিশালী দল। আমরা ওদের সম্বন্ধে হোমওয়ার্ক করেছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।' মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত তুর্কমেনিস্তানের ক্লাব।

নেহালের অভিযোগে ‘বিগ বস ১৯’-এ বিস্ফোরক আমাল! অনু মালিকের ‘মি টু’ বিতর্ক টেনে পরিবারের কোন গোপন কীর্তি ফাঁস করলেন?

আত্মবিশ্বাসী মোলিনা, এশিয়ায় নিজেদের প্রমাণ করার পালা 'ভারতসেরা' মোহনবাগানের

সুন্দরবন ঘুরতে যাবেন?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি

হার্টের বন্ধু! বশে রাখে প্রেশার-সুগার, এই চেনা সবজির রস খেলেই ওজন নিয়ে কমবে দুশ্চিন্তা

‘রক্তারক্তি’ কাণ্ড! আইনি লড়াইয়ের ঘোষণা জিতুর! কার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা অভিনেতার??

ভারতের শক্ত গাঁট তারা, এশিয়া কাপে বড় ধাক্কা খেল এই দল, কী হল?

হাতে কামড়ে দিয়েছিল চোর, 'ছোটখাটো' চোট বলেছিলেন চিকিৎসকরা, একবছর পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ!

‘সূর্যকুমার সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে’, করমর্দন কাণ্ডে সাফ সাফ জানিয়ে দিলেন সৌরভ, কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

দেশের কোন জনপ্রিয় সুপারমডেল ইচ্ছামতো ‘ব্যবহৃত’ করেছিলেন বরুণ ধাওয়ানকে? গোপন অধ্যায় প্রকাশ্যে এই প্রথমবার খুললেন বলি-তারকা!

প্রথমবার বিদেশে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখলে ঝক্কি পোহাতে হবে না?

'ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান', আফ্রিদিদের দেখে ভীষণ হতাশ শোয়েব

তাবু থেকে চলছে নেপালের সুপ্রিম কোর্ট! বদলে যাচ্ছে তারিখের পর তারিখ, দেশজুড়ে খালি অনিশ্চয়তার ছায়া

মানসীর ছেলে অধ্যায়ের অন্নপ্রাশনের জমজমাট অনুষ্ঠান

বিয়ের দিন কেমন সাজবেন, কোথায় বসবে বাসর? সবকিছু পাকা জাহ্নবী কাপুরের! কবে শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী?

ভারত ফাইনালে উঠলে মঞ্চে থাকবেন পিসিবি প্রধান মহসিন নাকভি, তখন টিম ইন্ডিয়া কী করবে জানেন?

‘২৩ বছর বয়সেই আমাকে হারিয়ে দেয় সবকিছুতেই…’— ছেলের জন্মদিনে আবেগমথিত খোলা চিঠি অক্ষয়ের

'ছেলেমানুষী করল ভারত', হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক

চিকিৎসার পাশাপাশি সমাজের মানবতার আলোর দিশারী কিংবদন্তি ‘গরিবের ডাক্তার’ যোগেন সরকার

এশিয়া কাপে আর খেলবে না পাকিস্তান!‌ দিল বড় হুমকি

সোশ্যাল মিডিয়া