সোমবার ১৪ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৮ : ১৪Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: একদিকে হলিউডের অ্যাকশন আইকন, অন্যদিকে পর্দার সবচেয়ে স্টাইলিশ ও স্মুথ ম্যান—টম ক্রুজ এবং ব্র্যাড পিট। একসঙ্গে এঁদের আবার পর্দায় দেখা যাবে, এমন কল্পনা ভক্তমনে বেঁচে রয়েছে সেই ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার (১৯৯৪) ছবির পর থেকেই।
আর সেই জল্পনাকে এবার জ্বালানির মতো উস্কে দিলেন স্বয়ং ব্র্যাড পিট! মেক্সিকোতে নিজের আসন্ন ফর্মুলা ওয়ান-ভিত্তিক সিনেমা এফ ওয়ান (F1)-এর প্রচারে গিয়ে ই-নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নে হেসে বললেন, “আমি আমার পশ্চাদ্দেশ প্লেনের বাইরে ঝুলিয়ে রাখব না! টম যদি আবার মাটির কাছাকাছি সিনেমা করে, তবে ভেবে দেখব।”
টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট আজ গোটা দুনিয়ার চর্চার বিষয়। মিশন: ইম্পসিবল – ডিফাইনাল রেকনিং–এ তাঁকে দেখা গেছে পাহাড় বেয়ে ওঠা থেকে শুরু করে প্লেন থেকে ঝুলে পড়তে। সেখানে পিট তুলনামূলকভাবে মাটির কাছাকাছি, বাস্তব নির্ভর এক্সট্রিম থ্রিল চায়।