আজকাল ওয়েবডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৯১ জন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে মোট আক্রান্ত ৭৪৭জন।
ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই, করোনা নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষে নবান্ন থেকে জানালেন, কোভিড নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য।
সোমবার পঞ্চায়েত, পৌরসভা, স্বাস্থ্য দপ্তর, পুলিশ-সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে করোনা সংক্রমণ বিষয়ে বৈঠকে বসেন মমতা। বৈঠক শেষে জানালেন, 'আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম।' তারপরেই মমতা বলেন, 'আশা করছি প্যানডেমিক আর হবে না। তবে সতর্ক থাকতে হবে। কোনও আতঙ্কের পরিস্থিতি তৈরি করা নয়। যদি সেই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে। '
গত কয়েকদিনে দেশের সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী। রাজ্য সরকার কি এই পরিস্থিতিতে কোনও নয়া বিধি চালু করবে? নজর ছিল সেদিকে। তবে সোমবার বৈঠক শেষে মমতা বললেন, 'এখনই আমরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।'
