
শুক্রবার ৩০ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ছোটদের ছবি, অথচ শিশুসুলভ নয়। গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজাসাপটা অথচ সুচারু ভঙ্গিতে। সহজ এবং সারল্যের সঙ্গে মিশে রয়েছে দৃঢ়তা। ছবির নাম ‘তোর্ষা একটি নদীর নাম’। পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর এই ছবি নিবেদন করছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সেই সঙ্গে ছবির পোস্টার সৃজনের দায়িত্ব তিনি নিয়েছেন। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
সমাজ আরোপিত তথাকথিত জাত-পাত, বর্ণ এর নানান নিয়ম, বাধা কিছুই বোঝে না শিশুরা, মানেও না। এবং তাই হয়তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারে তাঁরা। সত্যিকারের কাজটাও সারল্যমাখা সহজে করে ফেলতে পারে। কোনও চোখরাঙানি নিয়মের তোয়াক্কা না করেই। সুদীপ মুখোপাধ্যায়, লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনও অভিনেতা নেই। ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন ত্রিপর্ণা ভৌমিক। আছেন কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোরা শিশুশিল্পীরা। এই ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র । মোট তিনটি গান রয়েছে এ ছবিতে । গান তিনটি গেয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্বেষা দত্তগুপ্ত । গানগুলির মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ । দেবজ্যোতি মিশ্রের আশা, এটিই এ বছরের ‘মানিকবাবুর মেঘ’!
ছবির প্রযোজক নির্মল ঘোষ। আজকাল ডট ইন-কে তিনি বললেন, “এই ছবির মাধ্যমে তোর্ষা নদীর পাশে যে এক অদ্ভুত দেশ রয়েছে, সেখানে দর্শকরা পৌঁছে যেতে পারবেন বলেই আমাদের আশা। এই ছবি গল্প বলে এক নদীর। গল্প বলে, সেই নদীকে ঘিরে জেলেদের জীবন, তাঁদের জীবন সংকটের। আর রয়েছে একদল কচিকাঁচা, যারা সেই সংকটের মধ্যে ঢুকে পড়ছে। এই শিশুদের মধ্যে রয়েছে এক সহজিয়া মেলামেশা, বন্ধুত্ব যেখানে জাতি-ধর্ম-বর্ণের চোখরাঙানি নেই। কোনওরকম বাধানিষেষধের কাছে যারা হার মানে না। সেসব কিছুই এই ছবির মধ্যে আমরা পেশ করার চেষ্টা করেছি। আশা করছি, বড় বয়সের দর্শকেরা এ ছবির মাধ্যমে নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে সক্ষম হবেন আর ছোট্র এই ছবির মাধ্যমে এমন কিছু বার্তা পাবে যা স্কুলের চার দেওয়ালের মধ্যে পাওয়াটা অনেক সময় সম্ভবপর হয় না।”
আগামী ৩০ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘তোর্ষা একটি নদীর নাম’।
‘স্পিরিট’ নিয়ে ঝামেলা তুঙ্গে সন্দীপ-দীপিকার! অভিনেত্রীর দাবি কি সত্যিই ‘অপেশাদার’? জবাব দিলেন ‘সিংহম’
এবার বলিউডে ‘বিস্ফোরণ’! ‘লুসিফার’ ছেড়ে এবার হৃতিককে বড়পর্দায় পরিচালনা করবেন পৃথ্বীরাজ?
মানালি-সৃজলার সঙ্গে ত্রিকোণ প্রেমে সুহোত্র! ভরা 'মনসুন'-এ কবে আসছে 'বাতাসে গুনগুন'?
ছেলের জন্মের ছ'মাসের মাথায় আবারও মা হচ্ছেন দেবলীনা ভট্টাচার্য? ভাইরাল নায়িকার বেবি বাম্পের ছবি
‘বেগনি রঙের আলো’ - সম্পর্ক, স্মৃতি আর সরলতার এক ভালবাসার ক্যানভাস
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
টপ উঠতেই নরম তুলতুলে কোমর খাবলে ধরেন নামী প্রযোজক! রণবীরের ছবির অভিনেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় বলিউড
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?