বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | স্বপ্নের মঞ্চে গোল নষ্টের যন্ত্রণা, চোট সারিয়ে ফিরে আসার লড়াই নিয়েই এক দলছুট বাঙালি বিশ্বকাপারের গল্প, পড়লে প্রেরণা জোগাবে

KM | ২৬ মে ২০২৫ ১৩ : ১৯Krishanu Mazumder


কৃশানু মজুমদার: এক বাঙালি বিশ্বকাপারের গল্প। যার জীবনে স্বপ্ন ছোঁয়া আছে। আবার মেঘের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাস্তবের রুখা সুখা জমিতে আছড়ে পড়াও রয়েছে। রয়েছে ফিরে আসার দারুণ এক কাহিনিও। রয়েছে দুঃস্বপ্নের রাতের দুঃসহ স্মৃতি। ব্যান্ডেলের অভিজিৎ সরকারের জীবনে এই মেঘ তো এই রৌদ্র। এই হাসি, এই কান্না। 

কী হতে পারতাম, সেটাই নাকি মানুষের জীবনে সব থেকে বড় ট্র্যাজেডি! যুব বিশ্বকাপ খেলা অভিজিৎও কি তাই মনে করেন? হয়তো তাই। হয়তো নয়। 

তিনিই হতে পারতেন বিশ্বকাপে ভারতের প্রথম গোলদাতা। যুব বিশ্বকাপে কলম্বিয়ার জাল কাঁপিয়ে প্রথম বাঙালি ফুটবলার হিসেবে রূপকথার এক নতুন অধ্যায়ও লিখতে পারতেন। 

কিন্তু ঠোঁট আর পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, সেই দূরত্ব যে রয়েই গেল। আসল সময়ে তাঁর শট কলম্বিয়ার গোলকিপারের মাথায় লেগে প্রতিহত হল। 

গোল করা আর হল না বাঙালি বিশ্বকাপারের। হৃদয়ে রক্তক্ষরণ হল ফুটবলপ্রেমীদের। যন্ত্রণাকাতর বাঙালি ফুটবলপ্রেমীরা। তিনি নিজেও কি হতাশ হননি? আক্ষেপ যে যায়নি এখনও।  

No photo description available.

আট বছর আগের প্রসঙ্গ তুললে এখনও অভিজিৎ হয়ে পড়েন নস্ট্যালজিক। মনে ওঠে ঝড়। তাঁর কণ্ঠস্বর সেরকমটাই বলে যায়। বিশ্ব ফুটবল দিবসের দিন আজকাল ডট ইন-কে অভিজিৎ বলছিলেন, ''ওই দিনগুলো আমি সত্যি সত্যিই মিস করি। আমার শটটা কলম্বিয়ার গোলকিপারের মাথায় লেগে বেরিয়ে গেল। ভিডিওটা আমার কাছে আছে। মাঝে মাঝে দেখি। মনে হয় আমি এখন গোল করে দিতে পারতাম।'' 

আগের থেকে এখন অনেক পরিণত বাঙালি বিশ্বকাপার। একদিন যে জায়গা থেকে গোল করতে না পেরে হতাশাচ্ছান্ন হয়েছিলেন, আজ সেই জায়গায় বল পেলে গোল করে দেবেন। কিন্তু জীবন যে তাঁকে আর একটা সুযোগ দিতে রাজি নয়। রিওয়াইন্ড মোডে আর যেতে চায় না জীবন। 

অভিজিৎ তাই আঁকড়ে ধরেন বর্তমানকে। মাঝে মাঝে অতীতের ধুলো ঝড় তাঁকে বিষণ্ণ করে। আবার পরক্ষণেই তা দূরে ঠেলে সরিয়ে এগিয়ে চলেন সামনের দিকে। এগিয়ে চলার নামই তো জীবন।

সম্প্রতি ভবানীপুর ক্লাবে সই করেছেন। নতুন মরশুমে তাঁর পিঠে উঠবে ১০ নম্বর জার্সি। এই ১০ নম্বর জার্সি পরেই যুব বিশ্বকাপে নেমেছিলেন ব্যান্ডেলের ছেলেটি। চোখে একরাশ স্বপ্ন। গোটা দেশ আচ্ছন্নের মতো। একঝাঁক তরুণ ছেলে বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছে। আবেগের অন্য এক জোয়ার এসেছিল দেশে। 

২০১৭-এর পর কেটে গিয়েছে দীর্ঘ আটটা বছর। প্রবাহমান গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। সেদিনের সেই সব সতীর্থদের থেকে দলছুট হয়ে পড়েছেন তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন অভিজিতের সতীর্থ জিকসন সিং। তিনি এখন ইস্টবেঙ্গলের জার্সিতে মাঝমাঠ সামলান। যুব বিশ্বকাপে ভারতের রক্ষণ সামলানো আনোয়ার আলির পিঠেও লাল-হলুদ জার্সি। যুব বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন অমরজিৎ। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গতবার আইএসএল খেললেন তিনি। ব্যারাকপুরের রহিম আলিও ওড়িশার হয়ে আইএসএল খেলছেন।

 কিন্তু তিনি অভিজিৎ সরকার! চোটের লাল চোখ তাঁকে পিছনে ঠেলে দিয়েছে অনেকটাই। রিয়াল কাশ্মীরে খেলার সময়ে একটা প্র্যাকটিস ম্যাচে মারাত্মক চোট পেলেন বঙ্গতনয়। সেই চোট তাঁকে বেশ কয়েকবছরের জন্য সবুজ গালচে থেকে ছিটকে দিল। অভিজিৎ বলছেন, ''আমার জায়গা অনেক উপরে ছিল। আজ যেখানে আছি, তার থেকে অনেক ভাল জায়গায় থাকার কথা ছিল আমার। চোট আমাকে আজ এই জায়গায় এনে দিল। তবে আমি এখন পুরোদস্তুর ফিট। নিজেকে প্রতিদিন আত্মবিশ্বাসী মনে হচ্ছে।''

 সবুজ মাঠে আরও একবার পাখির মতো উড়তে চান অভিজিৎ। তাঁর এই ইনিংসে সম্বল আত্মবিশ্বাস, ইস্পাত কঠিন মনের জোর। ইন্ডিয়ান অ্যারোজে থাকার সময়ে তিনিই ছিলেন ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। তার পরে দেশের একাধিক ক্লাবের জার্সি পিঠে উঠেছে তাঁর। আলেয়ান্দ্রো মেনেন্দেজ জমানার ইস্টবেঙ্গলে খেলেছেন, আবার আইএসএলের ক্লাব  চেন্নাইয়িনেও ছিলেন। আইলিগের ক্লাব সুদেভা, রিয়াল কাশ্মীর হয়ে  মহমেডান স্পোর্টিং-এর সাদা-কালো জার্সি পরেও খেলার অভিজ্ঞতা রয়েছে। 

পুরনো দিনের স্মৃতি তাঁকে নস্ট্যালজিক করে তোলে। তিনি বলেন, ''ইস্টবেঙ্গলে খেলা গর্বের ব্যাপার। শুধু নিজের জন্য নয়, পরিবারের কাছেও গর্বের ব্যাপার। আমার লক্ষ্য আবার বড় দলের হয়ে খেলা। পরের মরশুমে ইস্টবেঙ্গল বা মোহনবাগানে খেলতে চাই।  জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি।'' এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলেন অভিজিৎ। তাঁর চোখে যে একরাশ স্বপ্ন ভিড় করে রয়েছে বোঝাই যায়।  

এই বাঙালি বিশ্বকাপার আবার প্রতি রাতে চোটআঘাতের সঙ্গে কথা বলেছেন। নিজের সঙ্গে নিজে কথা বলে আরও বেশি মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছেন।  ভবানীপুর ক্লাব তাঁর যৌবনের উপবন। এই ক্লাবের জার্সি পরেই কলকাতা লিগে খেলতে হবে তিন প্রধানের বিরুদ্ধে। ভবানীপুরে খেলে তাঁর পুনর্জাগরণ হবে বলেই প্রত্যয়ী বিশ্বকাপার। 

চোট সারিয়ে মাঠে ফিরে রূপকথা লেখার গল্প তো লেখা হয়েছে কতই। কলকাতা ময়দানের প্রতিটি ঘাসেও রয়েছে এমনই কত আখ্যান। অভিজিৎ শব্দের অর্থ যে ভয়কে জয় করে। যাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে ভয়কে জয় করার সংকল্প, তাঁকে রোখে কার সাধ্যি!


Abhijit SarkarUnder 17 World CupBengali World Cupper

নানান খবর

নানান খবর

দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?

ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের

নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার

দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি

বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা

মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল

আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি

কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু

'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য

‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?

'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?

দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ

সোশ্যাল মিডিয়া