আজকাল ওয়েবডেস্ক: কার্নিভ্যাল ফের চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্ত্তীর সঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিবাদ মেটাতে পাঠিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। কিন্তু শেষপর্যন্ত মন্ত্রীর সামনেই হাতাহাতি শুরু হয় সুজয়ের সঙ্গে মনোজের। যা থামাতে মন্ত্রী হস্তক্ষেপ করেন। বিষয়টি যে মিটে গেছে সেটা বোঝাতে অরূপ বিশ্বাসের নির্দেশে মনোজকে ফুলের স্তবক দেন সুজয়। আবার এই মঞ্চেই ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলে ‘ইঙ্গিতপূর্ণ’ গানও গান মনোজ।
কার্যত প্রতিমন্ত্রী বনাম পুর প্রশাসকের বিবাদের জেরেই বুধবার থেকে এই কার্নিভ্যাল বন্ধ হয়ে গেছিল বলে অভিযোগ। মেলায় পার্কিং নিয়ে গোলমাল এবং সেই গোলমালের জেরে পুর প্রশাসক কার্নিভ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে উত্তর ২৪ পরগনায় যাত্রার জন্য হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেন তিনি কার্নিভ্যাল ফের চালু করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রীর সামনেই যে বিবাদের ঘটনা ঘটে তার ব্যাখ্যায় এদিন তিনি বলেন, পায়ে পায়ে লেগে গেছিল। বচসার কিছুই নেই। আমরা সকলেই এক। যা ঘটেছে সবটাই অতীত।
কার্যত প্রতিমন্ত্রী বনাম পুর প্রশাসকের বিবাদের জেরেই বুধবার থেকে এই কার্নিভ্যাল বন্ধ হয়ে গেছিল বলে অভিযোগ। মেলায় পার্কিং নিয়ে গোলমাল এবং সেই গোলমালের জেরে পুর প্রশাসক কার্নিভ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে উত্তর ২৪ পরগনায় যাত্রার জন্য হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেন তিনি কার্নিভ্যাল ফের চালু করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রীর সামনেই যে বিবাদের ঘটনা ঘটে তার ব্যাখ্যায় এদিন তিনি বলেন, পায়ে পায়ে লেগে গেছিল। বচসার কিছুই নেই। আমরা সকলেই এক। যা ঘটেছে সবটাই অতীত।
