বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল সরায় বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী, বলছেন, '... উদ্দেশ্যপ্রণোদিত'

KM | ২২ মে ২০২৫ ১৭ : ৩৭Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: ইডেন থেকে সরে গিয়েছে আইপিএল ফাইনাল। শহরের মন ভাল নেই। নতুন সূচি অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে। প্লে অফও হবে অন্যত্র। কলকাতায় ফাইনাল না হওয়ার কারণ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছিল, ওই সময়ে কলকাতায় বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কা করেই ফাইনাল সরিয়ে নেওয়া হয় ইডেন গার্ডেন্স থেকে। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে তিনি জানিয়েছেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।  

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী বলেন, ''ইডেনে একটি প্লে অফ এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক আজানা কারণে সেই ফাইনাল ম্যাচ সরানো হল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন সরানো হল এই ফাইনাল। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে কেন বঞ্চিত করা হল? সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইডেন থেকে ম্যাচ সরেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য। বিসিসিআই  আর আইপিএলের গভর্নিং কমিটির বৈঠকের পরে জানা গিয়েছে আবহাওয়া জনিত কারণে কলকাতা থেকে সরে গিয়েছে ফাইনাল। কোনটা সত্যি তাহলে? দু' পক্ষ দু'ধরনের কথা বলছে।'' 

ইডেনের জলনিকাশী ব্যবস্থা উন্নতমানের। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে অরূপ বিশ্বাস আরও বলেন, ''ইডেনের জলনিকাশি ব্যবস্থা উন্নতমানের। এত ভাল নিকাশী ব্যবস্থা ভারতের অন্য স্টেডিয়ামে নেই। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে জল বেরিয়ে যেতে তিরিশ মিনিট সময় লাগে। তবুও ম্যাচ সরিয়ে নেওয়া হল। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।''  

ক্রীড়ামন্ত্রীর সংযোজন, ''ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। আহমেদাবাদে ফাইনাল নিয়ে যাওয়ার ছিল আসল উদ্দেশ্য। বিসিসিআই কবে থেকে আবহাওয়াবিদ হল? ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে বুঝে গেল আবহাওয়া? আর তারা যদি এতই বুঝত তাহলে চলতি আইপিএলে তিনটি ম্যাচ বৃষ্টিতে কেন ভেস্তে গেল?'' 

অন্যদিকে মনোজ বর্মা বলেছেন, ''ইডেনে সাতটা ম্যাচ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই ভালোভাবে খেলা দেখেছেন। শুধুমাত্র রামনবমীর দিন নিরাপত্তার কারণে একটা ম্যাচ নিয়ে সমস্যা হয়েছিল। সেটাও কলকাতাতেই হয়েছে। কেউ আইনশৃঙ্গলা নিয়ে অভিযোগ করেনি। সাতটা ম্যাচই ভালোভাবে হয়েছে।” 


IPL 2025Aroop BiswasEden GardensIPL Final

নানান খবর

নানান খবর

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

সোশ্যাল মিডিয়া