
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সিল করা ঠাণ্ডা পানীয়তে কাঁচের টুকরো! আর তা বরফের টুকরো ভেবে খেয়ে ফেলল তরুণী। সঙ্গে সঙ্গে ছুটতে হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে গত ২৭ এপ্রিল। এতদিনে তা এসেছে প্রকাশ্যে।
জানা গেছে ওই তরুণীর মা থোরাইপক্কম এলাকার একটি আউটলেট থেকে ঠাণ্ডা পানীয়র বোতল কিনে নিয়ে এসেছিলেন। গোটা ঘটনার কথা তরুণীর মা জাহ্নবী সাঙ্ঘভি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বলেছেন, ‘গত ২৭ এপ্রিল একটি ঠাণ্ডা পানীয়র বোতল কিনেছিলাম। একদম সিল করা বোতল ছিল। কিন্তু তার মধ্যে কী করে কাঁচের টুকরো এল তা বুঝতেই পারলাম না।’ ওই মহিলা জানিয়েছেন, তাঁর মেয়ে সিল খুলে বোতল থেকে ঠাণ্ডা পানীয় খান। সঙ্গে খেয়ে ফেলে বরফের টুকরো ভেবে ওই কাঁচের টুকরোটি।
অস্বস্তি শুরু হতেই মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন মা। প্রাথমিক চিকিৎসার পর তরুণীকে ছেড়ে দেয় হাসপাতাল। কিন্তু পরেরদিন তরুণী ফের বমি করতে শুরু করে। ফের মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন মা। হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরে তরুণী।
এদিকে, তরুণীর মা ওই ঠাণ্ডা পানীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। ভুল স্বীকার করে নেয় সংস্থাটি। জানানো হয়, তরুণীর হাসপাতালের চিকিৎসার খরচ বহন করবে সংস্থাটি।
কিন্তু ওই ঘটনার পর ২০ দিন কেটে গিয়েছে। ওই সংস্থার তরফে আর যোগাযোগ করা হয়নি মহিলার সঙ্গে। মহিলার ফোন, ইমেলের জবাবও দেয়নি আর সংস্থাটি। তবে বারবার ফোন করায় সংস্থাটি নাকি জানিয়েছে, ‘আমরা মাসে আড়াই কোটিরও বেশি ঠাণ্ডা পানীয়র বোতল তৈরি করি। তাই এই একটি ঘটনা আমাদের ব্র্যান্ডকে কোনওভাবেই প্রভাবিত করবে না।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি তুলে ধরেন ওই মহিলা।
পাশাপাশি ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগও দায়ের করেছেন। ওই মহিলা জানিয়েছেন, এই পোস্ট তিনি সর্বসাধারণের জন্য করেছেন। যাতে এরকম অবস্থায় কাউকে না পড়তে হয়। মহিলার পোস্টের পর নেটিজেনরা অনেকেই নানা মন্তব্য করেছেন। যার সবটাই সংস্থার বিরোধী।
আলোচনার ডাক বাতাসে মিলিয়ে গেল, রাষ্ট্র পাঠাল গুলি: মাওবাদী বিরোধী অভিযানে প্রতিক্রিয়া সিপিএম-সহ বামপন্থীদের
'অমৃত ভারত' স্টেশনে গেলেই ফ্রি ওয়াই ফাই, আধুনিক ওয়েটিং হল? কী কী সুবিধা থাকছে, দেখে নিন এক নজরে
মায়না ঢুকলেই নিমেষে উধাও! অ্যাকাউন্টে ঢোকে টাকার ছায়া, বেতন গিলে নেয় ভূত, এমন চাকরি শুনলে আপনিও শিউরে উঠবেন
কোভিড আতঙ্ক চরমে, মাস্ক পরতে হবে আগের মতোই, নির্দেশ দিলেন কোন স্বাস্থ্যমন্ত্রী
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর