
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রায় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার প্রবণতা বাড়ছে, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক নিষ্ক্রিয়তাজনিত নানাবিধ স্বাস্থ্যঝুঁকি। এই পরিস্থিতিতে, কাজের ফাঁকেই শরীরকে সচল রাখার এক অভিনব অথচ সহজ পদ্ধতি ‘মাইক্রোওয়াকিং’। বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের এই হাঁটাচলার অভ্যাস দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
মাইক্রোওয়াকিং আসলে কী?
সহজ ভাষায় বলতে গেলে, মাইক্রোওয়াকিং হল কাজের মধ্যে প্রতি ঘণ্টায় বা নির্দিষ্ট সময় অন্তর ২ থেকে ৫ মিনিটের জন্য অল্প হাঁটাচলা করা। এটি একটানা বসে থাকার চক্র ভেঙে শরীরকে সচল করার একটি কৌশল। এর জন্য আলাদা করে কোনও প্রস্তুতি বা পোশাক পরিবর্তনের প্রয়োজন হয় না। অফিসের করিডর, বাড়ির ঘর অথবা কাজের জায়গার আশপাশে সামান্য পায়চারি করাই মাইক্রোওয়াকিং হিসেবে গণ্য হতে পারে।
১. শারীরিক সুস্থতা বৃদ্ধি ও বিপাক প্রক্রিয়া সচল রাখা: একটানা দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের বিপাক প্রক্রিয়া মন্থর হয়ে পড়ে এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয়। মাইক্রোওয়াকিং এই সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর। অল্প সময়ের হাঁটাচলা শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, পেশিগুলিকে সক্রিয় করে এবং দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সৃষ্ট হওয়া কোমর ব্যথা, পেশির আড়ষ্টতা বা পায়ে ঝিঁঝিঁ ধরার মতো সমস্যাগুলি কমাতে সাহায্য করে। নিয়মিত মাইক্রোওয়াকিং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।
২. মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মনঃসংযোগ বৃদ্ধি: কাজের মাঝে কয়েক মিনিটের বিরতি এবং হালকা শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। এর ফলে মানসিক ক্লান্তি দূর হয়, মন সতেজ থাকে এবং পুনরায় কাজে মনোযোগ দিতে সুবিধা হয়। মাইক্রোওয়াকিং মুড ভাল করতে এবং মানসিক চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা পালন করে বলে গবেষণায় দেখা গেছে। এটি কর্মক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধিতেও সহায়ক।
৩. সহজে পালনীয় ও দীর্ঘমেয়াদী সুফল: মাইক্রোওয়াকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এটি অত্যন্ত সহজ এবং যে কোনও পরিবেশে করা সম্ভব। এর জন্য আলাদা করে জিমে যাওয়া বা বিশেষ কোনও সরঞ্জামের প্রয়োজন নেই। কাজের ফাঁকে সামান্য সদিচ্ছা থাকলেই এই অভ্যাস গড়ে তোলা যায়। দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনজনিত সমস্যার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অভ্যাস।
পিঠের ব্যথায় কাবু? ভরসা রাখুন যোগে! একটি সহজ আসন নিয়মিত করলেই জাদুর মতো গায়েব হবে যন্ত্রণা
অল্প বয়সেই পাক ধরছে চুলে? মাথা সাদা হওয়া আটকাতে সময় থাকতে মেনে চলুন তিনটি ঘরোয়া পদ্ধতি
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য
যেখানে-সেখানে দাঁড়িয়ে জল খান? এই 'ভুলটা' করেই চলেছেন বলে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ!
মাংস-ডিমের চেয়েও বেশি প্রোটিন! নিয়মিত এই কটি বীজ খেলেই ঘাটতি হবে না পুষ্টির, আপনি খাচ্ছেন তো?
মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ফাইবারের খনি এই সব ফল খেলেই সকালে পেট হবে পরিষ্কার
ঋতুস্রাবের ব্যথায় ছটফট করেন? ওষুধ ছেড়ে এই ৫ পন্থায় ভরসা রাখুন, প্রতি মাসে পাবেন স্বস্তি
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে
ছবিতে লুকিয়ে আছে এক মহিলার অবয়ব, দেখুন তো খুঁজে পান কি না
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? টান ধরে পেশিতে? শরীরে পুষ্টির ঘাটতি নয় তো! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত
হাঁটা না দৌড়ানো, শরীরের জন্য কোনটি সেরা? কোন কার্ডিওতে দ্রুত কমে ওজন? সঠিক উত্তরে লুকিয়ে সুস্বাস্থ্যের রহস্য