
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে দা দিয়ে মাথায় আঘাত করল প্রেমিক। গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের উত্তর নারারথলি এলাকায়।
জানা গিয়েছে, জখম আশুতোষ মিত্রের স্ত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে একই গ্রাম পঞ্চায়েতের মারাখাতা এলাকার বাসিন্দা অভিযুক্ত বিমল বর্মনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দরিদ্র পরিবারের ওই মহিলা সংসারে সহযোগিতার জন্য নদী থেকে বালি-পাথর তোলার কাজে যোগ দিয়েছিলেন। সেখানেই বিমল বর্মনের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। পরবর্তীতে গ্রামে একাধিকবার এই বিষয়টি সালিশি সভা করে মিটমাট করে দেওয়া হয়। সালিশি সভায় অভিযুক্তকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ।
সেই ঘটনার পর বিগত কয়েক মাস থেকে ওই মহিলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাতেই সে ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েক মাস আগেও মহিলার স্বামীকে সে রাতে বাড়িতে এসে আঘাত করার চেষ্টা করে। বিষয়টি আশুতোষের নজরে আসায় অভিযুক্ত বিমল বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার রাতে ফের বাড়ির পিছনে এসে বসেছিল সে। সেই সময় কুকুর চিৎকার করায় মহিলার স্বামী ঘর থেকে বার হয়ে দেখেন, অভিযুক্ত হাতে দা নিয়ে বসে রয়েছেন। আশুতোষকে দেখা মাত্রই মারমুখী হয়ে পড়ে সে। আশুতোষ দৌড়ে ঘরে ঢুকতে গেলে, পিছন থেকে তাঁর মাথায় দা দিয়ে আঘাত করে অভিযুক্ত প্রেমিক। চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। জখম অবস্থায় আশুতোষকে উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বর্তমানে সে আলিপুরদুয়ার জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
জখম স্বামী এদিন জেলা হাসপাতাল থেকে জানান, প্রায় তিন বছর থেকে আমার স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির প্রেমের সম্পর্ক। এই নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা করা হয়। মাস ছয়েক সব ঠিকঠাকই ছিল। এরপর একদিন রাতে ওই ব্যক্তি আমাকে মারতে আসে। কিন্তু সেদিন আমি তাঁকে দেখে ফেললে, সে পালিয়ে যায়। গতকাল ফের আমাকে মারার জন্য আসে। দা দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার স্ত্রী তখন বাড়িতে ছিল না। দুই মেয়ে নিয়ে আমি বাড়িতে ছিলাম। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
এই বিষয়ে ওই মহিলা বলেন, "এটা সত্যি যে, আমার সঙ্গে ওই ব্যক্তির আগে সম্পর্ক ছিল। কিন্তু আমি এখন আর ওকে চাই না। সে আমার স্বামীকে মারার হুমকি দিত। আমি কাজের জন্য বাড়িতে থাকি না। বারবার আমাকে ফোন করে উত্যক্ত করত। আমি ওর ফোন ধরছিলাম না। তাই আক্রোশের বশে আমার স্বামীকে আক্রমণ করেছে। আমি ওর শাস্তি চাই।"
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত। এই ঘটনার পর সে ঘটনাস্থলে দা ফেলে রেখে পালিয়ে যায়। সেই দা ও জখম ব্যক্তির রক্তমাখা গামছা বুধবার রাতেই কামাখ্যাগুড়ি ফাঁড়িতে জমা দেওয়া হয়। তবে এই বিষয়ে পুলিশে লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ
বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে
পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ
গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র?
জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, জানালেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের