
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী ১১ জুন লন্ডনে শুরু হতে চলা হাই-ভোল্টেজ ম্যাচের স্কোয়াডে বড় চমক একটাই। দীর্ঘ প্রায় এক বছর পর দলে ফিরলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পিঠের অস্ত্রোপচারের কারণে ক্যামেরন গ্রিন গত বছর সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যান।
তিনি গোটা ঘরোয়া মরশুম এবং চলতি আইপিএলেও খেলেননি। তবে সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে গ্লস্টারশায়ারের হয়ে একটি দুর্দান্ত সেঞ্চুরি করে দলে ফেরার বার্তা দেন। তবে এখনও ক্যামেরন গ্রিনকে বল হাতে দেখা যায়নি। গ্রিনের কামব্যাক অস্ট্রেলিয়াকে বড় সুবিধা দেবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাঁর অনুপস্থিতিতে বিজিটিতে সুযোগ পাওয়া বো ওয়েবস্টার দলে নিজের জায়গা ধরে রেখেছেন। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েবস্টার টেস্ট অভিষেক করেছিলেন এবং অর্ধশতরানও করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। দলে রয়েছেন স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারে, এবং তরুণ স্যাম কনস্টাস। উইকেটকিপিং বিকল্প হিসেবে থাকছেন জশ ইংলিস। বোলিং বিভাগে প্যাট কামিন্স নেতৃত্ব দেবেন, সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন নাথান লায়ন এবং বাঁ-হাতি স্পিনার ম্যাট কুহনেম্যান। উল্লেখ্য, আগামী ৩০ জুন থেকে বার্বাডোজে শুরু হতে চলা ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধেও এই একই দল নিয়ে নামবে অজিরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মানাস লাবুশেন, নেথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।
ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
রাগে ফুঁসছেন প্রীতি, ধুয়ে দিলেন আম্পায়ারদের, সুন্দরী মালকিনের রাগের কারণ কী?
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের