
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০১৪ সালের ডিসেম্বরে তাঁর হাতে উঠেছিল টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন। ২০২২ সালের জানুয়ারিতে তাঁর হাত থেকে খসে পড়ে নেতৃত্বের আর্মব্যান্ড।
তাঁর সময় ভারতের টেস্টের সোনালী সময় বললেও অত্যুক্তি করা হয় না। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন কোহলি। আগ্রাসন, ফিটনেস এবং জয়--কোহলি জমানাকে এভাবেই ব্যাখ্যা করা যায়। তিনি কিন্তু পিছনে ফেলে দিয়েছেন দেশের সফল অধিনায়কদের। অন্তত নেতা কোহলির টেস্ট পরিসংখ্যান সেরকমই বলছে। নেতা কোহলির জমানায় ভারতের জয়ের শতকরা হার ছিল ৫৮.৮২ শতাংশ।
কোহলির নেতৃত্বে ৬৮টি টেস্ট ম্যাচে ভারত জিতেছিল ৪০টি ম্যাচ। হার ১৭টিতে এবং ড্র করে ১১টিতে। ঘরের মাঠে কোহলির জয়ের পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। ঘরের মাঠে ৩১টি ম্যাচের মধ্যে ২৪টিতে জেতে ভারত। ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে ভারতের প্রাধান্য এর থেকেই পরিষ্কার।
বিদেশের মাঠে ৩৬টি টেস্টে কোহলি জিতেছেন ১৬টিতে। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও ছাপিয়ে যান তিনি। সৌরভ জমানায় বিদেশে ভারত জিতেছিল ১১টি টেস্ট।
মহেন্দ্র সিং ধোনি-৬০ টি টেস্টে দলকে নেতৃত্ব দেন। ২৭টি জয়, ১৮টি হার এবং ১৫টিতে ড্র করেছিল ভারত। জয়ের শতকরা হার ৪৫ শতাংশ। ধোনির নেতৃত্বে ঘরের মাঠে ভারত দুর্দান্ত এক শক্তি হয়ে উঠেছিল। কিন্তু বিদেশের মাঠে ধোনি জিতেছেন ৬টি টেস্ট। কোহলির থেকে তিনি কিন্তু বহু পিছিয়ে রয়েছেন।
সৌরভ গাঙ্গুলি- সৌরভ ভারতীয় দলের মধ্যে লড়াকু মানসিকতার জন্ম দিয়েছিলেন। ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ভারত ২১টিতে জিতেছে। ১৩টিতে হার এবং ১৫টিতে ড্র করে সৌরভের ভারত। সৌরভের আমলে টেস্ট ক্রিকেটে ভারতের শতকরা জয়ের হার ৪২.৮৬ শতাংশ। বিদেশের মাটিতে ১১টি টেস্ট জয় একসময়ে ছিল বেঞ্চমার্ক। পরে কোহলি সেই রেকর্ড ভেঙে দেন।
মহম্মদ আজহারউদ্দিন-৪৭টি টেস্ট ম্যাচে আজহার ভারতীয় দলকে নেতৃত্ব দেন। এই ৪৭টি টেস্টের মধ্যে ১৪টিতে ভারত জেতে। ১৪টিতে হার এবং ১৯টিতে ড্র হয়। জয়ের শতকরা হার ২৯.৭৮ শতাংশ। বেশিরভাগ জয়ই তিনি পেয়েছেন ঘরের মাঠে। বিদেশের মাঠে আজহার খুবই কম জিতেছেন।
কপিল দেব-৩৪টি টেস্টে দেশকে নেতৃত্ব দেন কপিল। মাত্র ৪টিতে জয়, ৭টিতে হার এবং ২২টি ড্র হয়। জয়ের শতকরা হার ১১.৭৬ শতাংশ। কপিলের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। কিন্তু টেস্টে তাঁর রেকর্ড উল্লেখযোগ্য নয়।
সুনীল গাভাসকরের ৪৭টি টেস্টে জয়ের শতকরা হার ১৯.১৪ শতাংশ। শচীন তেণ্ডুলকরের ২৫টি টেস্টে জয়ের শতকরা হার ১৬ শতাংশ।
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ