শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | মোহনবাগান জানে তাঁর প্রথম সব কিছু, বিরাট সেঞ্চুরি করে জিতিয়েছিলেন সবুজ-মেরুনকেও, নস্ট্যালজিক সৃঞ্জয়-মোনায়েম

KM | ১২ মে ২০২৫ ১৬ : ১১Krishanu Mazumder


কৃশানু মজুমদার: মোহনবাগান জানে বিরাটের প্রথম সবকিছু। কবীর সুমনের কালজয়ী গানের লাইন ধার করে এই বাক্যবন্ধনী ব্যবহার করলেও অত্যুক্তি করা হবে না একটুও। ১৬ বছর আগে এক তরুণ 'ক্রিকেটের নন্দনকানন'কে সম্মোহীত করে দিয়েছিলেন। তাঁর প্রতিভার ছটায় সেদিন মোহিত হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। 

কাট টু ১২ মে, ২০২৫।

সপ্তাহের প্রথমদিনই টেস্ট থেকে 'বেলাশেষের গান' গাইলেন বিরাট কোহলি। এক আবেগময় পোস্টে তিনি জানিয়ে দিলেন, ''#২৬৯, সাইনিং অফ।'' তারপর থেকে দেশের শ্বাস প্রশ্বাসে বিরাট কোহলি।

মোহনবাগানও কি নস্ট্যালজিক নয়? ২০০৯ সালের ২৪ জুনের স্মৃতি এখনও চোখের সামনে ভাসে এই শহরের ক্রিকেটপ্রেমীদের। পি সেন ট্রফির সেই ফাইনাল এখনও চর্চিত হয়। চায়ের পেয়ালায় এখনও তুফান তোলে বিরাট ইনিংস। মোহনবাগান জার্সিতে বিরাট কোহলি সেদিন ১২১ বলে ১৮৪ রানের অবিশ্বাস্য এক  ইনিংস খেলেছিলেন।  

সেই ম্যাচ প্রসঙ্গে মোহনবাগানের তৎকালীন কর্তা সৃঞ্জস বোস আজকাল ডট ইন-কে বললেন, ''বিরাট তখন ভাল খেলছে। উঠতি তারকা বলতে যা বোঝায়, কোহলি সেই সময়ে তাই ছিল। পি সেন ট্রফি খেলার সময় তো সবাইকে পাওয়া যায় না। আমরা বিরাটের সঙ্গে লক্ষ্মীপতি বালাজি ও মণীষ পাণ্ডেকেও এনেছিলাম। তার পরে ইডেন দেখেছিল কোহলি ঝড়।'' 

মেলবোর্নে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রাউফকে মারা দুটো অসাধারণ ছক্কা কোনওদিন ভুলবেন না ক্রিকেটভক্তরা। গভীর রাতে জীবনযুদ্ধে হার মানা সংশ্লিষ্ট ব্যক্তির দুর্বলচিত্তে হানা দিতে পারে বিশালাকায় ওই এমসিজি-তে মারা দুরন্ত দুটো ছক্কা। মনে হতে পারে, ''বিরাট কোহলি যদি পারেন, তাহলে আমি পারব না কেন!'' 

বিরাট কোহলি এভাবেই সাহস জুগিয়ে যান। এভাবেই কোহলি হয়ে ওঠেন বিরাট এক চরিত্র। ভারত-পাক অশান্তির আবহে ডিজিএমও রাজীব ঘাই-ও উল্লেখ করেন বিরাট-চরিতের কথা। বোঝা যায় এক ক্রিকেটার ক্রিকেটমাঠের সীমানা ছাড়িয়ে ঢুকে পড়েছেন সমাজের সর্বস্তরে। এখানেই তাঁর জয়। 

বিশ্বের বিভিন্ন প্রান্তের মাঠে কোহলি একের পর এক বিরাট ইনিংস খেলেছেন। বিরাট হওয়ার প্রভাতবেলায়  কোহলি-জাদুতে পিসেন ট্রফি জিতেছিল মোহনবাগান। প্রতিপক্ষ টাউনকে ৯৭ রানে হারিয়েছিল সবুজ-মেরুন। 

কেমন ছিল সেই ইনিংস? ২০০৯-এর পরে কেটে গিয়েছে দীর্ঘ ১৬ বছর। প্রবহমান গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। কোহলির বিরাট ইনিংসের স্মৃতিতে ভেসে তদানীন্তন মোহনবাগান কোচ আবদুল মোনায়েম বলছিলেন, ''প্রথম ম্যাচে বিরাট আমাদের হয়ে রান পায়নি। কিন্তু ফাইনাল ম্যাচে যে ব্যাটিং দেখেছিলাম, তা এককথায় দুর্দান্ত। এখনকার মতোই প্রচণ্ড গরম ছিল। ব্যাট করতে করতেই ঘামছিল বিরাট। ক্র্যাম্প হচ্ছিল। ৮৯ রানে ব্যাট করছিল। উঠে আসতে চেয়েছিল। কিন্তু আমি ওকে ইশারা করে বলেছিলাম, সেঞ্চুরি থেকে আর দুটো শট দূরে তুমি। দুটো ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছিল বিরাট।'' 

তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর পরে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে এসেছিলেন কোহলি। ড্রেসিং রুমে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আইস বাথ নিচ্ছিলেন। সেই সময়ে আবদুল মোনায়েম কোহলির খোঁজখবর নেন। তিনি মনে প্রাণে চেয়েছিলেন কোহলি এমন এক ইনিংস খেলুন, যার জন্য মোহনবাগান ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই কথা উত্থাপ্পন করার সঙ্গে সঙ্গেই ব্যাট নিয়ে নেমে পড়েন কোহলি। এদিকে বিরাট উঠে যাওয়ার পরে দ্রুত উইকেট হারায় সবুজ-মেরুন শিবির। 

আবদুল মোনায়েম স্মৃতির পাতা উলটে বলছিলেন, '' দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে টাউন ক্লাবের বোলারদের ধ্বংস করেছিল। বাকি আশি রান করেছিল চার আর ছক্কায়। ওরকম ইনিংস সচরাচর দেখা যায় না। এক উঠতি ক্রিকেটারের প্রতিভার স্ফুরণ সেদিন  দেখেছিল এই শহর।'' 

তার পরেও কোহলি কলকাতায় এসেছেন। ইডেন মাতিয়েছেন। মোহনবাগানের স্মৃতি ভোলেননি। সৃঞ্জয় বোস বলছিলেন, ''মোহনবাগানের হয়ে খেলা সেই ইনিংস ভুলে যায়নি বিরাট। এক সাক্ষাৎকারে ওই ইনিংসটার কথা বলেছিল কোহলি।'' 

বিরাটের আকস্মিক এই সরে যাওয়ার অভিঘাতে কাঁদছে দেশ। খেলার মাঠের বহু ওঠাপড়ার সাক্ষী থাকা সৃঞ্জয় বোস বলছিলেন, ''আমার মতে ঠিক সময়ে অবসর নেওয়াও একটা শিল্প। ওর মতো বিরাট মাপের এক ক্রিকেটার কত সুন্দরভাবে সরে গেল। সুনীল গাভাসকরের অবসরের কথা খুব মনে পড়ছে।''  

টাইমিং কোহলির ব্যাটিংয়ের সম্পদ। দুরন্ত গতির বল তাঁর ব্যাটের পেলব ছোঁয়ায় তীব্র বেগে ছুটে যায় বাউন্ডারির দিকে। বিদায়বেলাতেও কোহলি তাঁর দুরন্ত টাইমিং দেখিয়ে গেলেন। 


Mohun BaganVirat KohliP Sen Trophy

নানান খবর

নানান খবর

ইংল্যান্ডে সব টেস্ট খেলতে পারবেন না, বোর্ডকে জানিয়ে দিলেন এই পেসার

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

সোশ্যাল মিডিয়া