
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী জুন মাসে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের ইংল্যান্ড সিরিজ। তার আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা অবসর ঘোষণা করার ঠিক পাঁচ দিন পরেই। '#২৬৯ সাইনিং অফ' ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট লিখে ভক্তদের অবসরে কথা জানান বিরাট।
তাঁর অবসর ঘোষণার সময়টি বেশ গুরুত্বপূর্ণ। রোহিতের অবসর ঘোষণার পর ইংল্যান্ড সিরিজের দল নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল ভারতীয় দলের নির্বাচকমণ্ডলীর। গত কয়েকদিন ধরেই কোহলির টেস্ট অবসর নিয়ে চলছিল চর্চা। বিসিসিআই সব রকম চেষ্টা করেও কোহলিকে রাজি করাতে পারল না।
অনেকেই মনে করছেন, আচমকা বিরাটের অবসর ঘোষণার কারণ নির্বাচকদের দল নির্বাচনের জন্য যথেষ্ট সময় দেওয়া। রোহিত এবং বিরাটকে বাদ দিয়ে ভারতীয় দলের টপ অর্ডার নির্ভর করতে তরুণ খেলোয়াড়দের উপরে। কয়েকটি নাম সামনেও উঠে আসছে ইতিমধ্যে। যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল বহুদিন ধরেই টেস্ট দলের রয়েছেন। এর সঙ্গে যুক্ত হতে পারেন শ্রেয়স আইয়ার এবং সাই সুদর্শন। বিরাটের অনুপস্থিতি অপর এক অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারার জন্য ফের ভারতীয় দলের দরজা খুলে দিতে পারে। তিন নম্বরে ব্যাট করার জন্য তাঁর উপর ভরসা করতে পারেন অজিত আগরকররা।
অপর একটি কারণ হতে পারে ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের হতশ্রী পারফরম্যান্স। ওই সিরিজের পাঁচ ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন তিনি। যার মধ্যে একটি শতরানও ছিল। অফসাইডের বাইরের বল খেলতে গিয়ে তাঁর দৈন্য দশা প্রকট হয়েছিল। আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মরসুমও শুরু হতে চলেছে। টেস্ট থেকে অবসর নেওয়ার ফলে শুধু একদিনের ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন বিরাট।
১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন বিরাট। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থামলেন তিনি। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক বিরাট। গ্রেম স্মিথ (৫৩টি জয়), রিকি পন্টিং (৪৮টি জয়) এবং স্টিভ ওয়া (৪১টি জয়)-র ঠিক পরেই।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের