শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | টেস্টে শেষ বিরাট-যুগ, বোর্ডের অনুরোধ না মেনে সরেই গেলেন কোহলি, ইনস্টাগ্রামে আবেগঘন বিদায়বার্তা

KM | ১২ মে ২০২৫ ১২ : ১৬Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে শেষমেশ অবসরই নিয়ে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে অস্তাচলে গেলেন কোহলি। বিদায়বেলায় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ''১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী।''  

 

ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় ক্রিকেটে পালাবদল। মহানাটকীয়তা। আগেই অবসরের কথা বোর্ডকে জানিয়েছিলেন বিরাট। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছিলেন। শোনা যাচ্ছিল এক প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছিলেন বোর্ড। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। কিন্তু সোমবার কোহলি জানিয়ে দেন তিনি আর টেস্ট খেলবেন না। তাঁর আগে রোহিত শর্মা সরে গিয়েছিলেন আচম্বিতেই। ইংল্যান্ড সফরে রক্তাল্পতা ভারতের ব্যাটিং লাইন আপে।  

কোহলি ইনস্টাগ্রামে লেখেন, ''সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর অনুভূতি রয়েছে। শান্তভাবে নিজেকে পিষে ফেলা, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতেও পায় না কিন্তু যা সবসময়ে নিজের সঙ্গেই থেকে যায়।'' এই কারণেই টেস্ট ক্রিকেট। সংশ্লিষ্ট ক্রিকেটারের পরীক্ষা নেয় প্রতিমুহূর্তে। কোহলি এই খেলায় সফল। ব্রায়ান লারা পর্যন্ত তাঁকে বোঝানোর কথা বলেছিলেন। তিনি যাতে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ না করেন, তার জন্য ক্যারিবিয়ান তারকা পর্যন্ত মঞ্চে নেমেছিলেন। কিন্তু কোহলি শুনলেন না কারও কথা। 

কোহলি লিখলেন, ''এই ফরম্যাট থেকে সরে আসার পরে মনে হচ্ছে খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এখন মনে হচ্ছে, আমি সর্বস্ব দিয়েছি এই ফরম্যাটে। এবং এই ফরম্যাট আমাকে প্রত্যাশার থেকেও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে।'' 

টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন কোহলি। রেখে গেলেন অসংখ্য মনে রাখার মতো স্মৃতি। যা ভাবীকালের ক্রিকেট-ছাত্রদের এগিয়ে যাওয়ার পাথেয় হবে। কোহলি আবেগঘন এক পোস্টে লিখলেন, ''আমি কৃতজ্ঞতায় ভরা এক হৃদয় নিয়ে সরে যাচ্ছি--এই খেলাটাকে কৃতজ্ঞতা জানাই, যাদের সঙ্গে আমি মাঠ শেয়ার করেছিলাম তাঁদের কৃতজ্ঞতা জানাই এবং  প্রতিটি ব্যক্তিকে আলাদা করে কৃতজ্ঞতা জানাতে চাই।''

শেষে কোহলি লেখেন, ''আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো।'' দিনান্তে কোহলির নামের পাশে লেখা রইল ১২৩টি টেস্ট ম্যাচ। ৯২৩০ টেস্ট রানের মালিক তিনি। ৩০টি সেঞ্চুরি তাঁর ঝুলিতে। সর্বোচ্চ রান ২৫৪। ২০১১ সালে ওয়াস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দিয়ে টেস্ট পরিক্রমা শেষ হল কোহলির। মাঝে কেটে গেল দীর্ঘ ১৪ বছর। টেস্ট ক্রিকেটে শেষ হল বিরাট অধ্যায়। শচীন তেণ্ডুলকরের একশোয় একশো ধরা হয়তো আর হল না কোহলির। বিরাট লিখলেন, #২৬৯, সাইনিং অফ। 


Virat Kohli Virat Kohli Retires From Test cricket

নানান খবর

নানান খবর

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ!‌ বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি 

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

সোশ্যাল মিডিয়া