
শনিবার ২৪ মে ২০২৫
বেলঘরিয়া: গতকাল, ২৫ বৈশাখের দিন বেলঘরিয়ার আনন্দম-এর তিমির মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বালার্ক নাট্যপত্র ও প্রকাশনা এবং বালার্ক থিয়েটার গ্রুপ। সদ্যপ্রয়াত নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণে রেখে এই সামগ্রিক অনুষ্ঠানটিকে সাজিয়ে তোলা হয়।সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে 'ঠাকুর' হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে। গত বছর যেমন জীবন্ত কিংবদন্তী ‘চপলরাণী’ ওরফে চপল ভাদুড়ি-কে জীবনকৃতি সম্মান জানানো হয়েছিল বালার্ক’র তরফে, তেমনই এবার স্মরণ করা হল বাংলা থিয়েটারের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়কে।
অনুষ্ঠানের শুরুতে হরিমাধব মুখোপাধ্যায়ের জীবন ও উত্তরবঙ্গের নাট্যচর্চা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ নাট্য-আকাদেমির জীবনকৃতি সম্মানে সম্মানিত মালদা মালঞ্চ-র নির্দেশক পরিমল ত্রিবেদী এবং প্রখ্যাত গবেষক ও সমালোচক ড. আশিস গোস্বামী, এবং স্যাস নাট্যপত্রের সম্পাদক-লেখক সত্য ভাদুড়ি।
আলোচনা সভার শেষে বালার্ক নাট্যপত্র ও প্রকাশনার উদ্যোগে একটি বই প্রকাশিত হয়। নবীন গবেষক এবং লেখক নীলাঞ্জন হালদারের দ্বিতীয় গবেষণাধর্মী বই 'দিনাজপুর জেলার নাট্যচৰ্চায় হরিমাধব মুখোপাধ্যায়' শীর্ষক বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক এবং নাট্য-অভিনেতা মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আশিস গোস্বামী বইটির ভূমিকায় লিখেছেন – “নীলাঞ্জন আড়াই হাজার বছরের ইতিহাস লিখবার চেষ্টা করেনি, কিন্তু স্পর্শ করে করে গেছে ইতিহাসের নানা বাঁকগুলি। মুলত দিনাজপুর তথা বালুরঘাটের নাট্যচর্চার ইতিহাসের খুব সংক্ষিপ্ত এক বুননের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চেয়েছে সদ্যপ্রয়াত নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে। তাঁর নাট্যচর্চার পিছনে যে নাট্য ধারার সুদীর্ঘ জলপথ রয়েছে, যে জলপথে কখনও ডিঙা ভাসিয়েছেন মন্মথ রায়(১৮৯৯-১৯৮৮), যে ডিঙা নোঙর বেঁধেছিল ১৯০৪-এ ডায়মন্ড জুবিলী ক্লাবে,১৯১৩ সালে দিনাজপুর নাট্য সমিতিতে বা ১৯০৪- বালুরঘাট থিয়েট্রিক্যাল অ্যাসোসিয়েশন হয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্টে বালুরঘাট নাট্যমন্দিরে। এই দীর্ঘ পথ চলতে নির্দেশিকা জারি করে দিল নীলাঞ্জন।” এছাড়াও একই মঞ্চে প্রকাশ পায় নাট্যদল অবেক্ষণ-এর সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে অবেক্ষণ নাট্যদল পরিবেশন করে তাদের নাটক 'বালাই ৬০'। বালার্ক থিয়েটার গ্রুপের সদস্যরা সমবেত মূকাভিনয় প্রদর্শন করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সমবেত সঙ্গীতের মাধ্যমে কবিপ্রণামের আয়োজন।
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
শোকস্তব্ধ বিনোদন জগৎ! "ওকে বাংলা শিখিয়েছি, এভাবে হঠাৎ চলে গেল?" সহ-অভিনেতার প্রয়াণে স্মৃতিচারণ ঋতুপর্ণা সেনগুপ্তের
খুব তাড়াতাড়ি বড়দিদি হচ্ছে রাহা? কান-এর লাল গালিচায় স্পষ্ট আলিয়ার স্ফীতোদর!
কান-এ কুনজর এড়াতে কোন দেশি টোটকা বেছে নিলেন আলিয়া? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সলমন খান!
চলছে নতুন ধারাবাহিকের শুটিং, এর মধ্যেই একসঙ্গে দু'হাত ভাঙল নন্দিনী চট্টোপাধ্যায়ের! কীভাবে ঘটল অঘটন?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!