বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ইডেনে চেন্নাইয়ের জয়ধ্বনি, ধোনির ছক্কায় প্লে অফের অঙ্ক কঠিন হয়ে গেল নাইটদের

KM | ০৭ মে ২০২৫ ২৩ : ১৩Krishanu Mazumder


কেকেআর: ১৭৯/৬ (রাহানে ৪৮, নূর ৪-৩১)
সিএসকে: ১৮৩/৮ (ব্রেভিস ৫২, শিবম ৪৫)
২উইকেটে জয়ী চেন্নাই। 

আজকাল ওয়েবডেস্ক: শেষ ওভারে জেতার জন্য চেন্নাই সুপার কিংসের দরকার আট রান। একটু আগেই আউট হলেন নূর। ক্যামেরা ধরল ধোনিকে। তিনি মাথা নাড়লেন। হয়তো চেন্নাই সুপার কিংসের ডাগ আউটকে আশ্বস্ত করলেন, 'এখনও তো আমি আছি। চিন্তার কিছু নেই।' শেষ ওভারে রাসেলের প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকালেন ধোনি। ওই একটা ছক্কাই তো দেখতে চেয়েছিল কলকাতা। ওই একটা ছক্কা দেখার জন্য কয়েক হাজার মাইল হাঁটা যায়। কেরিয়ারের এই পড়ন্ত বেলাতেও বৃদ্ধসিংহ অবলীলায় ছক্কা মারতে পারেন। বাকি কাজটা করেন অংশুল কম্বোজ। ম্যাচ হেরে প্লে অফের অঙ্ক কঠিন থেকে আরও কঠিন করে ফেলল কলকাতা নাইটা রাইডার্স। ধোনির জন্য জয়ধ্বনি দিল ইডেন। আর ওই ছক্কাই কেকেআর-এর পৃথিবীতে আঁধার এনে দিল। 

এই ইডেন যে ধোনির হাতের তালুর মতো চেনা। এই কলকাতাও তাঁর হৃদয়ের কাছাকাছি। জাতীয় দলে ডাক পাওয়ার আগে কত খেলেছেন এই শহরে। এই ম্যাচের বল গড়ানোর আগে অনেকে ধরেই নিয়েছিলেন, আজই হয়তো শেষবার ইডেনে নামলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শেষ ওভারে ওরকম মাথা ঠাণ্ডা রেখে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর পরেও কি ভক্তরা প্রত্যাশা করতে পারেন না, পরের বছরও তিনি খেলবেন! ধোনি কী করবেন, তা তিনিই ভাল বলতে পারবেন। তাঁর চিত্রনাট্য যে তিনিই লেখেন। 

ডিওয়াল্ড ব্রেভিস ঝড় তুলে চেন্নাইয়ের শিবিরে জয়ের গন্ধ নিয়ে আসেন। ব্রেভিস ফেরার পরে শিবম দুবেকে সঙ্গে নিয়ে ধোনি যেভাবে ম্যাচ ছোট করে আনলেন, তা দেখে নস্ট্যালজিক হতে বাধ্য ক্রিকেটভক্তরা। এভাবেই তো ধোনি অতীতে ম্যাচ ছোট করে এনে ম্যাচ জিতে নিতেন। 

নাইট বোলাররা মায়াজালে বিদ্ধ করতে চেয়েছিলেন চেন্নাই ব্যাটারদের। দুই চেন্নাই ওপেনার খাতা না খুলেই ফিরে যান। উর্ভিল প্যাটেল দ্রুত ১১ বলে ৩১ রান করেন। প্রবল চাপে থাকা চেন্নাই ম্যাচে ফেরে ব্রেভিসের (২৫ বলে ৫২) বিধ্বংসী ব্যাটিংয়ে। বৈভবের ওভারে ৩০ রান নিয়ে চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তিনি। কিন্তু বরুণকে মাঠের বাইরে ফেলতে গিয়ে আউট হন ব্রেভিস। তাঁর কথা আলাদা করে বলতেই হবে। আলাদা করে বলা দরকার শিবম দুবের (৪০ বলে ৪৫) কথাও। ধোনি তাঁকে স্ট্রাইক দিচ্ছিলেন। দুবে সুযোগ পেলেই ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করার চেষ্টা করছিলেন। দিনের শেষে চেন্নাই হাসল। হাসলেন ধোনি। তিনি ১৭ রানে অপরাজিত থেকে যান। 

ইডেনে ধুন্ধুমার ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতার প্রথম একাদশে ছিলেন না ভেঙ্কটেশ আইয়ার। হাতে স্টিচ রয়েছে তাঁর। সেই কারণে তাঁকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেওয়া হয়। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে দলে আসেন মণীষ পাণ্ডে। 

মণীষ হতাশ করেননি। তিনি এখন আর নিয়মিত নন। তবুও দলের প্রয়োজনে মণীষ পাণ্ডে দ্রুত ২৮ বলে ৩৬ রান করেন। কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে করে ৬ উইকেটে ১৭৯ রান।  

গুরবাজ ও সুনীল নারিন ওপেন করতে নেমে কেকেআরকে ভাল জায়গায় দাঁড় করাতে পারেননি। দলের রান যখন ১১, তখন ফিরে যান আফগানিস্তানের তারকা ক্রিকেটার। ব্যক্তিগত ১১ রান করেন গুরবাজ। নারিন চটজলদি ১৭ বলে ২৬ রান করেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৩ বলে চটজলদি ৪৮ রান করে যান। অঙ্গকৃষ ব্যর্থ হলে ইডেনে দেখা যায় রাসেল-ম্যানিয়া। ২১ বলে চটজলদি ৩৮ রান করেন রাসেল। ঠিক যখন মনে হচ্ছে রাসেল ম্যাচ নিয়ে চলে যাবেন নিজেদের সাজঘরে, ঠিক তখনই ফিরলেন রাসেল। ২১ বলে ৩৮ রান করেন ক্যারিবিয়ান দৈত্য। রিঙ্কু ম্যাজিক চলেনি। মাত্র ৯ রানে তিনি ফিরলেন। 

এই ম্যাচের সব আবেগ কেড়ে নেন একজন। তিনি মহেন্দ্র সিং ধোনি। চেনা শহর, চেনা মাঠে জিতে মাঠ ছাড়লেন ধোনি। আসছে বছর কি আবার দেখা যাবে তাঁকে? 


IPL2025CSKKKR

নানান খবর

নানান খবর

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল

ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও 

ভারত এশিয়া কাপ বয়কট করেছে!‌ শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের 

সোশ্যাল মিডিয়া