
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভলগোগ্রাদ এয়ারপোর্টের নাম পাল্টে স্টালিনগ্রাদ এয়ারপোর্ট করলো রাশিয়া। গোটা শহরের নাম পাল্টে স্টালিনগ্রাদ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শহরের বাসিন্দাদের ওপর ছাড়লেন পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়ংকর যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত ভলগোগ্রাদ শহরের বিমানবন্দরকে নতুনভাবে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' নামে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেসিডেনশিয়াল ডিক্রির মাধ্যমে এই নামবদল কার্যকর করা হয়।
১৯২৫ সালে সোভিয়েত নেতা যোসেফ স্টালিনের নামানুসারে এই শহরের নামকরণ হয় স্টালিনগ্রাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২-৪৩ সালের রক্তক্ষয়ী যুদ্ধেই এই শহর বিশ্ব ইতিহাসে স্থান করে নেয়। পরবর্তীতে ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়নের ডি-স্টালিনাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে নাম পাল্টে ভলগোগ্রাদ করা হয়।
পুতিনের এই ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে, বিমানবন্দরের নাম বদল হলেও শহরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বরং সেই সিদ্ধান্ত শহরের বাসিন্দাদের মতামতের ওপর ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ জানান, ইউক্রেন যুদ্ধ ফেরত কিছু প্রবীণ সৈনিকই এই নামবদলের প্রস্তাব দেন, যারা “একটি গর্বিত, বীরত্বপূর্ণ ও পুরুষোচিত” নাম ফিরে পাওয়ার দাবি তোলেন। পুতিন বলেন, “ওদের কথা আমার কাছে আইনস্বরূপ।”
এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও বিমানবন্দরের নতুন নাম অনুমোদন করেছেন।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘রোসাভিয়াতসিয়া’ জানিয়েছে, ৮ থেকে ১০ মে — ভিক্টরি ডে উপলক্ষে — ভলগোগ্রাদ এবং সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে ঐতিহাসিক নাম 'স্টালিনগ্রাদ' ও 'লেনিনগ্রাদ' অস্থায়ীভাবে ব্যবহৃত হবে।
তারা জানায়, “আমাদের বীর শহরগুলোর রক্ষকদের সাহস ও দৃঢ়তার প্রতি সম্মান জানাতে এটি আমাদের ন্যূনতম কর্তব্য।”
উল্লেখ্য, ১৯৪২ সালের আগস্ট থেকে ১৯৪৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা স্টালিনগ্রাদের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। প্রায় ২০ লাখ প্রাণহানি ঘটে এই যুদ্ধে, যা শেষ হয় নাৎসি জার্মানির ষষ্ঠ সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে। সেই থেকেই এই শহরের নাম বিশ্ব ইতিহাসে বীরত্বের প্রতীক হিসেবে বিবেচিত।
সম্প্রতি, জাতীয় দিবস বা স্মরণোৎসবের সময় শহরে ‘স্টালিনগ্রাদ’ নাম আংশিকভাবে ব্যবহার করা হয়। তবে এবার তা প্রথমবারের মতো একটি স্থায়ী সরকারি প্রতিষ্ঠানের নাম হিসেবে ফিরে এল।
এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?
ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালন?
আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে
মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে
তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে
যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য
১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?
চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?
'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির
পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের
'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি
সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন