আজকাল ওয়েবডেস্কঃ মাঝহাইওয়েতে এ কী করল মহিলা! তাঁর কাণ্ড দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে নেটিজেনদের। ইতিমধ্যেই সেই দৃশ্যই ভাইরাল হয়ে গিয়েছে। মহিলার কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে আপনারও।
ঘটনাটি হরিদ্বার হাইওয়ের বলেই খবর। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে মাঝহাইওয়েতে এক মহিলাকে গাড়ি আটকাতে দেখা যাচ্ছে। মহিলা মাঝ রাস্তায় চলে আসায় চলন্ত গাড়িগুলিকেও আচমকা ব্রেক কষতে হচ্ছিল। মহিলার কাণ্ড দেখে পথযাত্রীরা অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে ছিল। কিন্তু তাতে ওই মহিলার কোনও ভ্রুক্ষেপ ছিলনা। কিছুক্ষণ পর ওই মহিলা রাস্তার মাঝখান দিয়ে সোজা হাঁটতে শুরু করে। সেখানে আশেপাশের লোকেরা রীতিমতো জড় হয়ে গিয়েছিল।
ভিডিওটি পোস্ট হতেই তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকের মতে ওই মহিলা সেইসময় মদ্যপ অবস্থায় ছিলেন। ফলত এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। কমেন্টে অনেকেই ওই মহিলার আচরণ নিয়ে কটাক্ষ করেছেন।
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">हरिद्वार में एक महिला का वीडियो सामने आया है, जहां महिला शराब के नशे में सड़क पर जमकर उत्पात मचाते नजर आ रही है। <a href="https://t.co/8DTo0AYbhD">pic.twitter.com/8DTo0AYbhD</a></p>— Priya singh (@priyarajputlive) <a href="
?ref_src=twsrc%5Etfw">April 19, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>