শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ট্র্যাজিক নায়ক সূর্যবংশী, নাটকীয় ম্যাচে ২ রানে জয় লখনউয়ের

Sampurna Chakraborty | ১৯ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। নামের পাশে মাত্র ৩৪ রান হলেও, রাজস্থান-লখনউ ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়। যেমন তেমন অভিষেক নয়। প্রথম বল থেকেই নিজের জাত চেনালেন। আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেই একের পর এক বড় শট। যেটুকু সময় ক্রিজে ছিলেন, নির্ভীক মনোভাব নিয়ে ব্যাট করলেন। কোনও ভয়ডর নেই। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০। এককথায়, স্বপ্নের অভিষেক। কিন্তু আউট হওয়ার ধরনে চোখের জল ধরে রাখতে পারেননি। মার্করামের বলে স্ট্যাম্প হন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। তবে মানুষের মনে জায়গা করে নিলেন ১৪ বছরের সূর্যবংশী। একই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের।‌ বৈভবের ভবিষ্যতে কী আছে, সেটা সময়ই বলবে। তবে শুরুটা আশা জাগানো। কিন্তু শেষপর্যন্ত জিততে পারেনি রাজস্থান রয়্যালস।

রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জয় লখনউ সুপার জায়ান্টসের। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ খান। ৩৭ রানে ৩ উইকেট তুলে নেন। দুর্দান্ত শেষ ওভার। লখনউ-রাজস্থান ম্যাচ মনে করিয়ে দেয় পাঞ্জাব-কেকেআর ম্যাচকে। জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান। যশস্বী জয়েসওয়ালের ৭৪ রান কাজে লাগল না। রিয়ান পরাগ (৩৯) কিছুটা চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। জবাবে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রানে থামে রাজস্থানের ইনিংস। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। শুরুতেই ফেরেন মিচেল মার্শ (৪) এবং নিকোলাস পুরান (১১)। রান পাননি ঋষভ পন্থও। ৫৪ রানে ৩ উইকেট হারায় লখনউ। মাত্র তিন রানে ফেরেন অধিনায়ক। কিন্তু সেই ফায়দা তুলতে পারেনি রাজস্থান। চতুর্থ উইকেটে ৭৬ রান যোগ করে আইডেন মার্করাম-আয়ুশ বাদোনি জুটি। ৪৫ বলে ৬৬ রান করে আউট হন প্রোটিয়া তারকা। ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। অর্ধশতরান করেন বাদোনিও। ১টি ছয় এবং ৫টি চারের সাহায্য ৩৪ বলে ৫০ রান করেন। কিন্তু লখনউয়ের ইনিংসের আসল চমক আব্দুল সামাদ। দুরন্ত ক্যামিও। চারটি ছয়ের সাহায্যে ১০ বলে ৩০ রান করেন। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। শেষে আবেশ খানের বাজিমাত।


Vaibhab SuryavanshiLSG vs RRIPL 2025

নানান খবর

নানান খবর

কোনও ভারতীয় নন, এই তারকা ক্রিকেটারের কথাতেই কেরিয়ার ঘুরে গিয়েছিল বিরাট কোহলির, জানেন তাঁর পরিচয়?

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

ঝোড়ো শতরানের পর ভাইরাল বৈভবের আট বছর আগের ছবি, ইডেনে কার খেলা দেখতে এসেছিলেন জানেন?

‘ভয় আমার মধ্যে নেই, গত তিন মাসের অনুশীলনের ফল এটা’, দুরন্ত শতরান হাঁকিয়েও নিরুত্তাপ বৈভব

আসতে চলেছে বিরাট বদল, আরও বেশি সময় ধরে এবার চলবে আইপিএল, জানেন কী পরিবর্তন আসছে? 

রোহিত, কোহলি নন: ভারতীয় দলে সবথেকে বেশি পোশাকের সংগ্রহ রয়েছে এই ক্রিকেটারের, রহস্য ফাঁস করলেন রায়ড়ু

‘প্রচণ্ড মিষ্টি’, পাঞ্জাব অধিনায়কের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা, শ্রেয়সকে নিয়ে কী বললেন তিনি?

একে তো ফর্ম নেই, চলছে তুমুল সমালোচনা, তার মধ্যেই বিরাট শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ

বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া নয়, আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে, অজানা রহস্য ফাঁস করলেন মঞ্জরেকর

সোশ্যাল মিডিয়া