আজকাল ওয়েবডেস্ক: ফের খবরের শিরনামে দিল্লি মেট্রো, মেট্রোতে উঠে এ কী করলেন এক যাত্রী! তা নিয়ে গোটা নেটপাড়া সমালোচনায় মুখর। জানা গিয়েছে, তিনি মেধাবী। তবুও কেন এই অদ্ভুত কাণ্ড ঘটালেন এই যুবক? জানলে অবাক হবেন।
চলন্ত মেট্রোতে দাঁড়িয়ে জামা খুলে সহযাত্রীদের মারের আহ্বান জানালেন এক যুবক। কিন্তু, এমন কাজ কেন করছেন তিনি? তা অবশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে না ভিডিও-তে। তাঁকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। এরপর পরবর্তী স্টেশন চলে এলে সকল যাত্রীরা নেমে যান। তারপরেই ওই যুবক গায়ে জামা গলিয়ে নেন।
সম্প্রতি দিল্লি মেট্রোতে ঘটা এই দৃশ্যই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও সত্যতা যাচাই করেনি আজকাল.ইন। ভিডিও-র কমেন্টে নেটনাগরিকের একজন ওই ব্যক্তির পরিচয় দিয়ে জানান, স্কুল টপার ছিলেন তিনি। এখানেই শেষ নয় অঙ্কতেও দারুন মেধা তাঁর।
