আজকাল ওয়েবডেস্ক: অ্যামাজনের মালিক তথা কোটিপতি জেফ বেজোসের রকেটে চেপে মহাকাশে ঘুরে এসেছেন পপ গায়িকা কেটি পেরি। সঙ্গে ছিলেন আরও পাঁচ জন মহিলা। বেজোসের বাগদত্তা লরেন সাঞ্চেজ, সিবিএস-এর উপস্থাপক গেইল কিং, নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী আয়েশা বো, বিজ্ঞানী আমান্ডা নগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশযাত্রার গত ৬০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম শুধু মহিলারাই মহাকাশযানের অংশগ্রহণ করেছিলেন।

গায়িকা এবং তাঁর ক্রুদের পৃথিবীরপৃষ্ঠ থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) বেশি উপরে তোলা হয়েছিল। বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের একটি রকেট এই যাত্রায় ব্যবহার করা হয়েছিল। এই ফ্লাইট যাত্রীদের কারমান লাইনের বাইরে নিয়ে আসে - যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা।

ব্লু অরিজিনের সরাসরি সম্প্রচার অনুসারে, রকেটটি পশ্চিম টেক্সাস থেকে সকাল ৯:৩১ মিনিটে যাত্রা শুরু করে। মহাকাশ কেটি পেরিরা প্রায় ১১ মিনিট ছিলেন। বিনা মাধ্যাকর্ষণে থাকার অনুভূতিও লাভ করেন তাঁরা। 

ব্লু অরিজিনের ফ্লাইট যে কেউ মহাকাশ ভ্রমণের জন্য বুকিং করতে পারেন। যদিও তার খরচ অনেক বেশি। সংস্থার ওয়েবসাইটে সম্ভাব্য যাত্রীদের নাম, ঠিকানা এবং জন্ম সালের মতো মৌলিক তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপরে একটি বিভাগ রয়েছে যেখানে যাত্রীদের ৫০০ বা তার কম শব্দে নিজেদের বর্ণনা দিতে হবে। বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।

ব্লু অরিজিনের বেসামরিক মিশনের সঠিক খরচ কিছুটা রহস্যজনক। কারণ, সংস্থার তরফ থেকে তা প্রকাশ্যে আনা হয়নি। তবে, নাম নথিভুক্ত করার পেজে যাত্রীদের উদ্দেশ্যে লেখা রয়েছে যে, 'অর্ডার প্রক্রিয়া শুরু করার জন্য' দেড় লক্ষ ডলার দিতে হবে। যা সম্পূর্ণ ফেরতযোগ্য আমানত। 

দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তাদের প্রথম ক্রু ফ্লাইটে, ব্লু অরিজিন ২৮ মিলিয়ন ডলারে একটি আসন নিলামে তুলেছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ব্লু অরিজিনের প্রতিযোগী, ভার্জিন গ্যালাকটিক, এমনকি ২০০,০০০ ডলার থেকে ৪৫০,০০০ ডলারের মধ্যে রাইড অফার করেছে।

কিন্তু সবাইকে মহাকাশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয় না। স্টার ট্রেক তারকা উইলিয়াম শ্যাটনার এবং আমেরিকান টেলিভিশন উপস্থাপক মাইকেল স্ট্রাহানের মতো সেলিব্রিটিরা ব্লু অরিজিনের "অতিথি" হিসেবে বিনামূল্যে নিউ শেপার্ড সাবঅরবিটাল লঞ্চ ভেহিকলে ভ্রমণ করেছিলেন বলে জানা গিয়েছে।