শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ১৫ এপ্রিল ২০২৫ ১৪ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম লন্ডনের রিজেন্ট স্ট্রিট। এই রাস্তাকে গোটা লন্ডন শহরের মধ্যে সবচেয়ে প্রাণোচ্ছল অঞ্চল বললেও ভুল হয় না এতটুকু। শপিং হাব, স্ট্রিট ফুট কিংবা বিলাসবহুল রেস্তোরাঁর জন্য কলকাতার এসপ্ল্যানেডের যেমন নাম রয়েছে, লন্ডনের কাছে রিজেন্ট স্ট্রিট ঠিক তেমনই। আর এই রাস্তা ধরে হাঁটলে চোখে পড়বে এক আশ্চর্য রেস্তোরাঁ । ঝাঁ চকচকে সেই রেস্তোরাঁর সামনে বড়ো বড়ো হরফে লেখা রয়েছে ‘বীরস্বামী’।
নাম শুনে ভ্রূ কুঁচকে যাওয়াই স্বাভাবিক। সাধারণত এ-ধরনের নাম দেখা যায় দক্ষিণ ভারতে। তবে কি লন্ডনের বুকে কোনও ভারতীয় ব্যবসায়ী স্থাপন করেছেন এই রেস্তোরাঁ? না, তেমনটাও না। তবে এ দেশের বাইরে লন্ডনের ‘বীরস্বামী’-ই বিশ্বের প্রাচীনতম ভারতীয় রেস্তোরাঁ। এমনকি লন্ডনের প্রাচীনতম ৩টি রেস্তোরাঁর মধ্যেও একটি।
১৮৮০ সাল। ভারত থেকে লন্ডনে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়ন করতে যান এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। নাম এডওয়ার্ড পামার। এডওয়ার্ড খাতায়-কলমে ব্রিটিশ নাগরিক হলেও, জন্ম এবং বেড়ে ওঠা এ-দেশেই। এডওয়ার্ডের পরিচয় জানলেও খানিক আশ্চর্য হতে হয় বৈকি। ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম পামারের প্রপৌত্র তিনি। উইলিয়াম বিবাহ করেছিলেন এক ভারতীয় মুঘল রাজকুমারী ফাইসান নিসা বেগমকে। সেই সূত্রেই ভারতীয় রক্ত পেয়েছিলেন এডওয়ার্ড। তাছাড়া তিন পুরুষ ধরে থেকেওছেন এ-দেশের হায়দ্রাবাদে। ফলে, ভারতীয় সংস্কৃতিতেও যথেষ্ট সাবলীল ছিলেন তিনি।
আজীবন ভারতীয় খাবার খেয়ে, ব্রিটিনে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছলেন এডওয়ার্ড। লন্ডনের লোকেরা নাকি আচার, চাটনি খেতেই জানে না! লন্ডনের মানুষকে এইসব ভারতীয় খাবারের স্বাদ দিতেই একটি ঘরোয়া উদ্যোগ নেন তিনি। ১৮৯৬ সালে শুরু করেন চাটনি, আচার এবং মশলার পেস্টের ব্র্যান্ড ‘নিজাম’। কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল তাঁর এই উদ্যোগ। তারপরই জায়গা মিলে যায় রিজেন্ট স্ট্রিটে। ‘নিজাম’ নামের ছোট্ট একটি দোকানও খুলে ফেলেন তিনি। আর আজ সেই দোকানই পরিচিত ‘বীরস্বামী’ নামে।
১৯২৬ সালে প্রথম রেস্তোরাঁর চেহারা নিয়েছিল ‘বীরস্বামী’। অবশ্য এর মাত্র আট বছরের মধ্যেই মালিকানার হাতবদল হয়। রেস্তোরাঁটি কিনেছিলেন স্যার উইলিয়াম স্টুয়ার্ড নামের এক ব্রিটিশ ব্যবসায়ী। তাঁর তত্ত্বাবধানেই ক্রমশ সাফল্যের শিখরে পৌঁছে যায় ‘বীরস্বামী’। ভারতীয় খাবারের স্বাদে মুগ্ধ হয়ে তিনিও ব্রিটেন থেকে ছুটে এসেছিলেন ভারতে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ করেছিলেন পাচকদের। ৯৬ বছর পেরিয়ে আসার পর আজও বহাল রয়েছে যে প্রক্রিয়া। এখনও এই রেস্তোরাঁর ভাঁড়ার থেকে রান্নাঘর সামলান ভারতীয় বাবুর্চিরাই।
লন্ডনে এলে এই রেস্তোরাঁয় ঢু মারতে আগ্র দেখান অধিকাংশ ভারতীয়। আর খ্যাতনামারাও এই রেস্তোরাঁর আসা-যাওয়া করছেন। প্রিন্স অফ ওয়েলস থেকে শুরু করে চার্লি চ্যাপলিন- সকলেই ছিলেন এই রেস্তোরাঁর গ্রাহক। এমনকি বর্তমান ডেনমার্কের রাজপুত্র প্রিন্স অ্যাক্সেল লন্ডনে এলে, এই রেস্তোরাঁই হয়ে উঠত তাঁর নিত্যদিনের খানা-দানার জায়গা। তালিকায় রয়েছেন, নেহরু, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বরাও।
কিন্তু শতবর্ষের দোরগোরায় ঐতিহ্য়ের এই ভারতীয় রেস্তারাঁটিই চিরতরে বন্ধের প্রমাদ গুনছে। ব্লিটজ এবং লন্ডনের অবিরাম প্রতিযোগিতামূলক রেস্তোরাঁ মার্কেটে টিকে থাকা সত্ত্বেও, বর্তমান রাজার সম্পত্তি ডেভালপারদের সঙ্গে বিরোধ লন্ডনের প্রাচীনতম ভারতীয় রেস্তোরাঁটির বিরোধ চরমে।
ক্রাউন এস্টেট, যার মালিক ভিক্টরি হাউস, পিকাডিলি সার্কাসের কাছে মিশেলিন-স্টারড বীরস্বামী রেস্তোরাঁটি অবস্থিত। প্রথম থেকেই রেস্তোরাঁর জায়গাটি লিজে চলছে। সম্প্রতি ডেভালপাররা বলে দিয়েছেন যে, তারা ইজারা আর বাড়াতে পারবে না। ক্রাউন এস্টেট দাবি করেছে যে, ভবনের উপরের তলায় অফিসের জন্য গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন আরও বড় করে তৈরি হবে। তাই রেস্তোরাঁর জায়গাটি ফিরিয়ে নেওয়া দরকার। বীরস্বামী রেস্তোরাঁটি ওই জায়গাছেড়ে দিলে অতিরিক্ত ১১ বর্গমিটার জায়গা মিলবে।
বীরস্বামীর সহ-মালিক রঞ্জিত মাথরানি এখন লিজ বা ইজারা বাড়ানোর জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। তিনি এই পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। মাথরানি আরও নিশ্চিত যে, ব্রিটিশ-ভারতীয় খাবারের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত রেস্তোরাঁর সঙ্গে ডেভালপারদের এহেন আচরণ জানতে পারলে রাজপরিবারের লোকেরাও নিশ্চই অসন্তুষ্ট হবেন।
মামলায় হারলেই রেস্তোরাঁটি বন্ধ করে দিতে হবে, বিলিন হবে প্রায় শতবর্ষের ঐতিহ্য, বহু স্মৃতি। রেস্তোরাঁর জন্য নতুন জায়গা না পাওয়া পর্যন্ত কর্মী ছাঁটাই এবং ব্যবসার ক্ষতি হতে পারে।
নানান খবর

নানান খবর

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

বিশ্বের সেরা জাফরান: কাশ্মীর, ইরান না স্পেন? জেনে নিন

টিকটক বনাম টাম্বলার: জেন-জেডের হৃদয়ভাঙা দুই পর্ব

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ