শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জেসিবি লাগিয়ে বেআইনি মাটি পাচার, রুখে দিল প্রশাসন, আটক ১

Kaushik Roy | ১২ এপ্রিল ২০২৫ ১৭ : ১১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও  একজন। মাটি বোঝাই একটি লরিও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায়। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুর থেকে সম্প্রতি সংস্কারের নামে জেসিবি লাগিয়ে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো চলছিল। শনিবার সকালে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক হাবড়া থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর মাটিকাটার সঙ্গে জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুর মালিকের ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তাঁর কাছে কোনও অনুমতি পত্র ছিল না। পুলিশ তাঁকে পাকড়াও করে। স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, 'স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে আমার কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি আমি পুর প্রধানকে জানানোর সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসককে জানিয়েছিলাম।

 

এরপরেই  পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে বলেছি, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোনওভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।' হাবড়া ব্লক-০১ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, 'অনুমতি ছাড়াই পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র সরানোও হয়েছে। সরকারকে কোনও রয়্যালটি দেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।'


Local NewsHabra NewsWest Bengal News

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া