আজকাল ওয়েবডেস্কঃ বিস্ফোরক দাবি তরুণীর, নবরাত্রিতে অর্ডার করেছিলেন ভেজ বিরিয়ানি, তবে ডেলিভারি হয়েছে চিকেন বিরিয়ানি। ভুলবশত সেই খাবর খেয়েও ফেলেছেন ওই তরুণী। তাতেই অপরাধবোধে ভুগছেন তিনি। কারণ তিনি নিরামিষাশী।
ভিডিও শেয়ার করে কাতর স্বরে এই অভিযোগই করেছেন তরুণী। ওই ভিডিওতে তাঁকে কাঁদতেও দেখা যাচ্ছে। তরুণীর অভিযোগ, ইচ্ছে করেই ডেলিভারি সংস্থা এই কাণ্ড ঘটিয়েছে। নবরাত্রি চলাকালীন ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন তিনি। যথারীতি ডেলিভারিও এসেছিল। এরপরেই তিনি খেতে বসেন, এক দু গ্রাস খেতেই দেখেন, চিকেনের টুকরো। তাতেই যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় তাঁর। ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
যদিও ভিডিওটি ঘিরে অনেক প্রশ্ন উঠেছে সমাজমাধ্যেমে। কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকই ওই তরুণীকে ডেলিভারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। কেউ কেউ আবার তরুণী বিরুদ্ধে সমালোচনা করে লিখেছেন, জনপ্রিয়তা পেতেই তাঁর এই কীর্তি।
