শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিদ্যুতের সাবস্টেশনে জঞ্জাল পোড়াতে লাগানো হল আগুন, মুহূর্তে পুড়ে ছাই বিঘার পর বিঘা জমির গম

Pallabi Ghosh | ২৯ মার্চ ২০২৫ ১৮ : ৪৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লাগার ঘটনা যেন থামতেই চাইছে না। গত এক সপ্তাহে মুর্শিদাবাদের হরিহরপাড়া, রানিনগর, ডোমকল সহ বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে কয়েকশো বিঘা জমির গম। 

 

জেলা প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে গমের জমির আশেপাশে কেউ যাতে খড় বা অন্য কোনও জিনিসে আগুন না লাগায়। জেলা পুলিশ প্রশাসনের সচেতনতা সত্বেও ফের একবার গমের জমির কাছে আবর্জনায় আগুন দিতে গিয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৩০ বিঘা জমিতে উৎপন্ন গম। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাদিকপুর এলাকার কাছে। এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত চাষিরা।

 

আগুন লাগার এই ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় একটি বিদ্যুতের সাবস্টেশনের কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুতের সাবস্টেশনের কিছু কর্মী শনিবার দুপুর নাগাদ একটি গমের জমির কাছে অফিসের মধ্যে জমে থাকা আবর্জনা বের করে এবং আশেপাশের জঙ্গল পরিষ্কার করে তাতে আগুন লাগায়। সেখান থেকেই গমের জমিতে আগুন ছড়িয়ে পড়ে।

 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। আমরা সবসময় চাষিদের পাশে রয়েছি। তারা যাতে শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পান তা দেখা হবে। বিদ্যুৎদপ্তরের গাফিলতির কারণে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না হয় তার জন্য আমরা কর্মীদের সজাগ হতে বলব।' 

 

আনসার শেখ নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, 'সাবস্টেশনের কর্মীরা নিজেদের অফিসের আবর্জনায় আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই হওয়ার দাপটে সেই আগুন পাশের গমের ক্ষেতে ছড়িয়ে পড়ে। দ্রুত সেই আগুন সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

 

এলাকার চাষীরা জানান, তাঁরা কিছু করার আগেই কমপক্ষে ২৫-৩০ বিঘা জমির গম আগুনে পুড়ে সম্পূর্ণ ঝলসে গিয়েছে। চাষিদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

আগুনে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, চড়া সুদে টাকা ধার করে তাঁরা গম চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই জমি থেকে গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব গম মাঠেই পুড়ে ছাই হয়ে গেল। সর্বস্ব হারিয়ে এখন মাথায় হাত পড়েছে চাষিদের। তাঁদের দাবি, আগুনে ক্ষতি হওয়ার ঘটনায় সরকারের তরফ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।


MurshidabadFire

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া