শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা এবার বারাসত স্টেডিয়ামে, জানালেন ক্রীড়ামন্ত্রী

Sampurna Chakraborty | ২৬ মার্চ ২০২৫ ১৬ : ৩১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আবার বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা এবার থেকে বারাসত স্টেডিয়ামে হবে। বুধবার মাঠ পরিদর্শনের পর জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মাঠ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য পদাধিকারীরা। 

কলকাতার পর জেলার উল্লেখযোগ্য স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। কয়েক বছর আগেও কলকাতা ফুটবল লিগ এবং আই লিগের ম্যাচ বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। কিন্তু ঘাস উঠে মাঠ নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন বড় খেলা বারাসত স্টেডিয়ামে হয় না। জেলার ক্রীড়াপ্রেমীরা এই বিষয়ে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছেন। অবশেষে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। গত কয়েক মাস ধরে স্টেডিয়ামের ত্রুটিগুলো মেরামত করার কাজ চলছে। সঙ্গে খেলার মাঠে উপযুক্ত ঘাস তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। 

বুধবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসত স্টেডিয়ামের মাঠ পরিদর্শনে যান। মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা মাঠের এক প্রান্ত থেকে ঘাস তুলে মন্ত্রীকে দেখান। তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিক যা ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মেরামত করা হয়েছে। মাঠে ঘাস তৈরির প্রক্রিয়া চলছে। খেলার মাঠের উপযুক্ত ঘাস তৈরি করতে আরও মাস দুয়েক লাগবে। তারপর কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আমরা বারাসত স্টেডিয়ামেই করব।'অরূপ বিশ্বাস আরও জানান, '২০১১ সালের পর থেকে গত ১৪ বছরে রাজ্যে আমরা ৭৮টি মাঠ এবং স্টেডিয়াম তৈরি করেছি। গোটা ভারতবর্ষের কোথাও এমন নজির নেই। খেলাধুলোর সার্বিক বিকাশের জন্য রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিয়েছে।' প্রসঙ্গত, একটা সময় নিয়মিত আই লিগের খেলা হত বারাসত স্টেডিয়ামে। তখনও আইএসএল শুরু হয়নি।


Kolkata Football LeagueArup BiswasBarasat Stadium

নানান খবর

নানান খবর

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে!‌ উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলে বিরল নজির পতিদারের, এই কৃতিত্ব শচীন বা বিরাটেরও নেই

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া