শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ফুল কেনার লোক নেই! উঠছে না বহনের খরচটুকুও, হতাশায় বড় সিদ্ধান্ত ফুলচাষিদের

Riya Patra | ২৫ মার্চ ২০২৫ ১৪ : ৪১Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ফুল চাষের গড়ে নেই ফুল রাখার স্টোরেজ। নেই কেনার চাহিদাও। অথচ ফুল হয়েছে বিপুল পরিমাণে। এই পরিস্থিতিতে ফুলচাষিরা সড়ক রাস্তার ধারে নয়নজুলিতে ফেলে দিয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন। রাস্তার ধারে এমন দৃশ্য।  দাসপুর থানার যোশরা কালিবাজার, খুকুড়দহ সহ পাশ্ববর্তী কেশিয়াপাঠ মৌজায় দিকে এই ঘটনা। 

স্বাভাবিকভাবেই ফুলচাষিদের জন্য এই ঘটনা সুখকর নয়। কী বলছেন তাঁরা? দাসপুরের রবিদাসপুর গ্রামের শ্যামসুন্দর দোলই বলেন, ‘দেড় বিঘা জমিতে ফুলের চাষ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। এখন প্রতিদিন জল খরচ-সহ ফুল তুলতে মজুরি খরচ রয়েছে। বাজারে ফুল কেনার লোক নেই। হাতে গোনা কয়েক জন ফুল কিনলেও কেজি প্রতি দর আড়াই থেকে তিন টাকা। গত চার দিনে আগের বাজারের  চেয়ে ১৭-১৮ টাকা কম।‘ পার্বতীপুরের বাসন্তী খাঁ বলেন, ‘বর্ষার সময়  থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের জমি জলের তলায় থাকে। আর এই সময় ফুল চাষ করেই সারা বছর সংসারের খরচ চালাই। শীতে ৩০-৩৫ টাকা দর পেয়েছি। তারপর ফেব্রুয়ারীর পঞ্চমীর পর থেকে দাম কমতে কমতে ২০-২২ টাকায় দাঁড়ায়। গত চারদিনে দাম কমতে কমতে ৫-৬ টাকা হয়েছে। আজ সেই ফুল কেনারই লোক নেই। যে দু’-চারজন  পাইকার এসেছিল তাঁরা দর দেন আড়াই টাকা। এতে তো বহন খরচও উঠবে না। বেলা সাতটা আটটা পর্যন্ত অপেক্ষা করেও বিক্রি না হওয়ায় শয়ে শয়ে ফুল চাষি সড়ক রাস্তার ধারে একাধিক জায়গায় ফুল ফেলে বাড়ি ফিরে যান।‘

জেলায় আলুর পরই অর্থকারী ফসল ফুল চাষ। বহু জায়গায় মাঠেই আলুর স্তূপ ত্রিপল ঢাকা দিয়ে ফেলে রেখেছেন কৃষকরা। এখন আলুর পর ফুল চাষিরাও সংকেটে। ফড়েদের হাতেই বাজার দখল ও নিয়ন্ত্রণ চলছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর, ডেবরা, বালিচক, রাধামোহনপুর, শ্যামচক, মাদপুর জকপুর, এমনকি সবং পিংলা ব্লকগুলির বহু মৌজায় ফুলের চাষ বেড়েছে। অপর দিকে ঝাড়গ্রাম জেলার চন্দ্রী, বিনপুর, জাম্বনী এলাকায়ও গত ২-৩ বছর ধরে ফুল চাষ শুরু হয়েছে। চাষের নজরদারী, সার ওষুধ, মজুরী করচ বেশি হলেও ধান-সবজি  চাষের চেয়ে লাভের পরিমান বেশি।  তাই ফুল চাষের দিকে ঝোঁক বেড়েছিল বহু মৌজায়। হঠাৎ করে ফুল কেনারই লোক নেই।


FlowersPinglaDaspurFlowers on road

নানান খবর

নানান খবর

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া