শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ২৫ মার্চ ২০২৫ ১৩ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ছক্কা মারায় দক্ষ আশুতোষ শর্মা। কেউ কেউ তাঁকে ছক্কা-মেশিন বলেও আখ্যা দেন। সেই আশুতোষ শর্মা আইপিএলের পৃথিবীতে ফের ছক্কার বৃষ্টি বইয়ে দিলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এলএসজি-কে হারিয়ে জয়ের স্বাদ পেল দিল্লি। যে ম্যাচ চলে গিয়েছিল লখনউয়ের সাজঘরে, সেই ম্যাচ বের করে আনেন আশুতোষ।
ছক্কা মারায় তাঁর সহজাত দক্ষতা রয়েছে। ব্যাট হাতে নামলেই তিনি মারমুখী ব্যাটিং করেন। তাঁর ছক্কাগুলো আছড়ে পড়ে গ্যালারিতে। আশুতোষের পাওয়ারহিটিংয়ে জোরে দিল্লি ক্যাপিটালস অসম্ভবকে সম্ভব করে ফেলে। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি।
আশুতোষের জীবন মোটেও সহজ সরল নয়। বরং তাঁর জীবন কণ্টকাকীর্ণ। অধিকাংশ সময়ই খাবার পয়সা থাকত না পকেটে। একবেলা খাবার সংগ্রহের জন্য ক্রিকেটের পাশাপাশি আম্পায়ারিংও করতে হয় আশুতোষকে। জীবন যে কোন দিকে মোড় নেয়, তা কেউ বলতেই পারেন না।
লখনউ বনাম দিল্লি ম্যাচে শেষ হাসি যে তোলা থাকবে দিল্লি ক্যাপিটালসের জন্য, তা কি আগাম কেউ ভেবেছিলেন?
ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমেছিলেন আশুতোষ। দিল্লি তখন ৫ উইকেট ৬৬। ২১০ রান করে ম্যাচ জেতা তখন অসম্ভব বলেই মনে হচ্ছে। অতি বড় দিল্লি ভক্তও মনে করেননি এই ম্যাচ জিতে যাবে। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন কোন দিকে খেলার মোড় বাঁক নেবে, তা কেউই জানেন না।
প্রথম ২০ বলে আশুতোষ করেন ২০ রান। জেতার জন্য ৫ ওভারে দরকার সেই সময়ে ৬২ রান। পরের ১১ বলে পাঁচ-পাঁচটি ছক্কা মেরে ৪৬ রান করেন তিনি। দিল্লিও ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে তবেই শান্ত হন আশুতোষ শর্মা।
মধ্যপ্রদেশের অনামী-অখ্যাত রাতলামে জন্ম আশুতোষের। ক্রিকেটের সেরকম পরিকাঠামো নেই। আট বছর বয়সে শহর ছেড়ে তিনি চলে যান ইন্দোরে। দশ ফুট বাই দশ ফুটের এক কামরায় থাকতেন। খাবারের টাকাও থাকত না তাঁর কাছে। অর্থের জন্য, খাবারের জন্য, আম্পায়ারিং করতেন আশুতোষ।
২০১৮ সালে মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে মধ্যপ্রদেশের হয়ে ২৩৩ রান করেন। এরপরেও আশুতোষকে দলে নেওয়া হয়নি। এরপর প্রায় চার বছর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলার সুযোগই পাননি তিনি।
২০২৩ সালে রেলওয়ের হয়ে খেলার সুযোগ পান আশুতোষ। রেলওয়ের হয়ে মুস্তাক আলি ট্রফিতে ১১ বলে পঞ্চাশ করেন। টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েন তিনি। ওই ইনিংসের পরে তাঁর উপরে আলো ছড়িয়ে পড়ে। নজরে পড়ে যান পাঞ্জাব কিংসের। ২০ লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাব দলে নেয় তাঁকে।
২০২৪ সালের আইপিএলে ৯ ইনিংসে ১৮৯ রান করেন। আশুতোষের ব্যাটিং নজরে পড়ে যায় সবার। ৩ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে দিল্লি দলে নেয় আশুতোষকে। প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেন আশুতোষই। পরের ম্যাচগুলোয় গোটা দেশের ক্রিকেটভক্তরা যে আশুতোষের দিকেই তাকিয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
নানান খবর

নানান খবর

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

অ্যানচেলোত্তিকে নিয়ে প্রশ্ন অনেক, ২৫ মে-র পর জবাব দেবেন রিয়াল কোচ

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ