আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর মৃত্যুর পর বৌমার সঙ্গেই সারাদিন সময় কাটাতেন শ্বশুর। প্রায়ই গল্পে মশগুল হতেন। এভাবেই হঠাৎ একদিন ঘনিষ্ঠ হন দু'জনে। যৌনতায় লিপ্তও হন শ্বশুর ও গৃহবধূ। যা সামনাসামনি দেখে ফেলেন ছেলে। এরপরই চরম পদক্ষেপ।‌ বাবার গলা কেটে খুন করলেন ছেলে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রেওয়া জেলায়। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধেয় ঈশ্বর নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ছেলে ভেদপালের ব্যাপক বচসা হয়। এরপরই ধারাল অস্ত্র দিয়ে বাবার গলা কেটে খুন করেন তিনি। এরপর থানায় গিয়ে পুলিশে অভিযোগ জানান, অজ্ঞাত পরিচয়ের কেউ তাঁর বাবাকে খুন করেছে। 

 

তদন্তের শুরুতেই পুলিশের সন্দেহ ছিল ভেদপালের উপর। শেষমেশ তাঁকে দীর্ঘ জেরার পর, খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে‌। ভেদপাল পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গে বাবার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রায়ই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলতেন। বাবা যা রোজগার করতেন, সবটাই স্ত্রীকে দিয়ে দিতেন। এদিকে ব্যাঙ্কের লোন শোধ করার জন্য বাবার কাছে টাকা চাইলেও দিতেন না। 

 

স্ত্রী ও বাবার পরকীয়া ঘিরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি‌। শুক্রবার অশান্তির মাঝেই রাগের মাথায় বাবাকে খুন করেন। রবিবার ভেদপালেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।