শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মার্চ ২০২৫ ২০ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার সিমরজিত সিং। হাইস্কোরিং ম্যাচে বল হাতে ঝড় তোলেন তিনি। যে পিচে জোফ্রা আর্চার চার ওভারে ৭৬ খেয়েছেন সেখানেই প্রথম ওভারে বল করতে এসে সিমরজিত তুলে নিলেন রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়ালের উইকেট। সানরাইজার্সের হয়ে বল হাতে আক্রমণ শুরু করেই তিনি বিপাকে ফেলেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালকে। নিজের গতি এবং বাউন্সের মাধ্যমে চাপে ফেলে শেষমেশ তাঁকে আউট করেন।
এরপর একই ওভারে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগকেও সাজঘরে ফেরান তিনি। সিমরজিতের শর্ট বল সামলাতে পারেননি রিয়ান। ১৯৯৮ সালের ১৭ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন সিমরজিত। ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলারের মূল অস্ত্র তাঁর গতি এবং সুইং। টানা ১৪০ কিলোমিটার গতিতে বল করে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে আসেন সিমরজিত। ২০১৮ সালে বিজয় হাজারে ট্রফিতে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। একই বছরে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটেও আত্মপ্রকাশ করেন।
বল হাতে ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতিতে বল করতে পারার ক্ষমতা তাঁকে দিল্লির বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছিল। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরও ছিল তাঁর ওপর। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দলে যোগ দিলেও খেলার সুযোগ পাননি। ২০২২ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে নিলামে কিনে নেয়। এমএস ধোনির অধীনে তিনি দুই মরশুমে ১০টি ম্যাচ খেলেন এবং ৮.৬৩ ইকোনমি রেটে ৯টি উইকেট নেন।
২০২৫ আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ১.৫০ কোটি টাকায় দলে নেয়। প্রতিভাবান পেসারদের গড়ে তোলার জন্য পরিচিত সানরাইজার্স ইতিমধ্যেই সিমরজিতকে সফলভাবে ব্যবহার করতে শুরু করেছে, যা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রমাণিত হয়েছে। এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে, তিনি আরও বড় মঞ্চে নিজের ছাপ ফেলতে পারবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে ২৮৬ রানের বিশাল রান করে হায়দরাবাদ। শতরান করেন ঈশান কিষাণ। রান তাড়া করতে নেম ২৪২ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস।
নানান খবর
নানান খবর

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক কোহলিদের, জোড়া জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পাঞ্জাব

রাজস্থানের ড্রেসিংরুমের সমস্যা, সঞ্জুর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন দ্রাবিড়

৬ ম্যাচে মাত্র ৪১ রান! পাঞ্জাবের চার কোটির তারকাকে হুঁশিয়ারি প্রাক্তনীর

চাহালের উত্তরে ডগমগ প্রীতি, কী বললেন তারকা স্পিনার?

ইতিহাসের হাতছানি কোহলির সামনে, রোহিতকে টপকে ঢুকে পড়তে পারেন এলিট তালিকায়

গুরজাপনীতের পরিবর্ত ঘোষণা, কাকে নিল চেন্নাই?

অটোগ্রাফ চাওয়ার জন্য ফ্যানকে ধমক, এ কী করলেন ধোনি?

একই অঙ্গে এ কোন রূপ? ওয়াংখেড়েতে একেবারে অচেনা হেড, কী এমন ওষুধ দিল মুম্বই?

বর্ডার-গাভাসকর ট্রফির শত্রুতা ভুলে গল্প মাতলেন যশস্বী-স্টার্ক, ভাইরাল ভিডিও

জরিমানার তালিকা বাড়ছেই, এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের এই তারকাকে, কী করেছিলেন জানেন?

কোনও গডফাদার নেই, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কীভাবে প্রচারে 'নোটবুক' সেলিব্রেশনের নায়ক?

পাঞ্জাবের অবিশ্বাস্য জয়ের পর বাঁধনহারা সেলিব্রেশন প্রীতি জিন্টার, নেটমাধ্যমে ভাইরাল

লখনউয়ে যোগ দিলেন মায়াঙ্ক, ফিটনেস পরীক্ষার পরই মাঠে নামার ছাড়পত্র পাবেন স্পিডস্টার

অসম্ভব! চাহালকে নিয়ে আরজে মাহভাশের পোস্ট ভাইরাল

কী ফালতু ব্যাটিং', শ্রেয়সের সঙ্গে রাহানের কথোপকথন ভাইরাল

'আমার ৫০ বছর বয়স, এরকম ম্যাচ চাই না,' কেন এই কথা বললেন পন্টিং?