শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ২৩ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দলের হোমগ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ। শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ, আইপিএলে নাইটদের সবচেয়ে হাই-প্রোফাইল দুটো ম্যাচের মধ্যে একটি খেলে ফেলবে শাহরুখ খানের দল। অন্যটি এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে আইপিএলের ওপেনিং ম্যাচের আগে দুই শিবিরকেই চিন্তায় রাখছে বৃষ্টি। প্রাক ম্যাচ প্রস্তুতিতে ইতিমধ্যেই বাঁধ সাধে। শুক্রবার বিকেলে ইডেনের সবুজ গালিচায় দুই দল চূড়ান্ত প্রস্তুতি সারতে নামলেও, শেষ করতে পারেনি। মাত্র এক ঘণ্টার মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হয়। শনিবারও ভিলেন হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি থেমে গেলে, খেলা হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা ওভার কমিয়ে হলেও। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বড় গলায় জানিয়েছেন, 'বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে।' সেই আশায় থাকবে শহরের ক্রিকেটপ্রেমীরা।
এতো গেল আবহাওয়ার কথা। এবার খেলার কথায় আসা যাক। প্রতিপক্ষ বিরাট কোহলির দল হওয়ায় ঘরের মাঠে শনিবার ফেভারিট হিসেবে নামবে না কেকেআর। ম্যাচটা ৫০-৫০। গ্যালারিও বিভক্ত থাকবে।
কোহলির বড় রান দেখার অপেক্ষায় মাঠ ভারাবে বিরাট ভক্তরা। তাই বলা বাহুল্য, ঘরের মাঠেই মাঝে মধ্যে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে নাইটদের। তবে দুই তুরুপের তাস বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। প্রথমজন বল হাতে। দ্বিতীয়জন ব্যাট এবং বল হাতে পার্থক্য গড়ে দিতে পারে। ইডেনের উইকেট থেকে সাহায্য পায় স্পিনাররা। বরুণের ফর্ম মাথায় রেখে হয়তো পাওয়ার প্লেতেই তাঁকে আনতে পারেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে শুরুতে নারিনের ব্যাট থেকে ক্যামিওর অপেক্ষা থাকবে। বোলিংয়ে আনরিচ নোখিয়ার দিকেও নজর থাকবে। বিশেষ করে ডেথ ওভারে। বেগুনি জার্সিতে কেকেআরের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে অজিঙ্ক রাহানের। প্রথম ম্যাচেই অ্যাসিড টেস্ট। আইপিএল না জিতলেও বরাবরই শক্তিশালী দল আরসিবি। বিশেষ করে কোহলির মতো একজন থাকায়। তাই ভেবেচিন্তেই প্রথম একাদশ গড়া হবে।
নাইটদের ওপেনিং জুটি নতুন। নারিনের সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডি কক। ওয়ান ডাউনে অজিঙ্ক রাহানে। চারে ভেঙ্কটেশ আইয়ার। পাঁচ এবং ছয়ে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল খেলবেন। সাত নম্বরে রমনদীপের খেলার সম্ভাবনা রয়েছে। তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলতে পারে কেকেআর। পেসারদের মধ্যে বেগুনি জার্সিতে অভিষেক হবে নোখিয়ার। দুই ভারতীয় জোরে বোলার হর্ষিত রানা এবং বৈভব অরোরা। দুই স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে রাখা হবে এখনও বোঝা যাচ্ছে না। অন্যদিকে আরসিবির অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে রজত পতিদারের। তাঁর দিকে নজর অবশ্যই থাকবে। তবে আরও একজনকে নিয়ে আগ্রহ থাকবে, তিনি ফিল সল্ট। গত আইপিএলে কেকেআরের হয়ে ওপেন করেন। এবারও ওপেন করবেন, তবে আরসিবির হয়ে। চেনা মাঠ। ইডেনে কয়েকটা বিধ্বংসী ইনিংস খেলেছেন আগের বছর। এবার শুরুতে তাঁর ব্যাট জ্বলে উঠলে বিপাকে পড়তে পারে নাইটরা। ক্রিকেটের নন্দনকাননে এবার কোহলির সঙ্গে ওপেন করতে নামবেন সল্ট। আইপিএলের উদ্বোধনী ম্যাচে একাধিক আঙ্গিক রয়েছে। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর

নানান খবর

মুম্বই ইন্ডিয়ান্স নয়, চ্যাম্পিয়ন হিসেবে এই দলকে বেছে নিলেন সানি

নেহরার 'সিক্রেট সিগন্যাল'এ বাজিমাত সিরাজ-প্রসিদ্ধের? ভাইরাল ভিডিও

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের