আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় পৌঁছে গেলেন শাহরুখ খান। শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে নামেন বাদশা। তাঁকে দেখেই উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। বিমানবন্দর চত্বরে ভিড় জমে যায়। ভক্তদের নিরাশ করেননি। হাত নাড়েন। ফ্লায়িং কিস ছুড়ে দেন। পরনে সাদা টি-শার্ট, হালকা নীল হাফ হাতা জ্যাকেট, জিন্স। গলায় লকেট এবং চোখে সানগ্লাস। মুখে হালকা দাড়ি। তাঁকে দেখে বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায়। একেবারে শাহরুখ কায়দায় আরও একবার ভক্তদের মন জয় করে নেন। গাড়ি ছাড়ার আগেও আরেকবার উপস্থিত জনতার উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেন। 

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। সেই কারণেই একদিন আগে কলকাতায় চলে এসেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার রাতে ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া সারার কথা ছিল। উপস্থিত থাকার কথা শাহরুখের। কিন্তু সন্ধে থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তাই শেষপর্যন্ত রাতে বলিউডের বেতাজ বাদশা রিহার্সাল দিতে যাবেন কিনা জানা‌ নেই। তবে সাধারণত মাঝরাত পর্যন্ত শুটিং করেন কিং খান। সুতরাং, রাতে ইডেনে হাজির হলেও অবাক হওয়ার কিছু নেই। তার জন্য প্রস্তুত ভেঙ্কি মাইসোররা।‌ 

শনিবাসরীয় সন্ধেয় বিরাট শোয়ের আগে রয়েছে শাহরুখ শো। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল এবং দিশা পাটানি। তাঁদের অংশের সঞ্চালনা করবেন শাহরুখ। শুধু তাই নয়, জানা গিয়েছে অনুষ্ঠানের শুরুটাও করবেন কিং খান। ক্রিকেটারদের সঙ্গে একটি সংক্ষিপ্ত চ্যাট শো করার কথা শাহরুখের। বোর্ডের কর্তা এবং সেলিব্রিটিদের মঞ্চে ডাকবেন তিনিই। দুই অধিনায়ককেও ডাকা হবে। তাঁদের সঙ্গে বাক্যালাপ করবেন শাহরুখ। তারপর বেলুন উড়িয়ে কেক কাটা হবে। এরপর রয়েছে ড্রোন শো। তারপর ট্রফির সঙ্গে ফটোশুট। থাকবেন দুই অধিনায়ক, শাহরুখ, বোর্ড কর্তারা এবং উপস্থিত সেলিব্রিটিরা। শেষে আতশবাজির প্রদর্শনী। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে ইডেন।‌