আজকাল ওয়েবডেস্ক : এক দম্পতির বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ায় সময় বিস্ফোরক ঘোষণা চীনের আদালতের।  যা শুনে রীতিমতো চমকে উঠেছেন যুবক।

 

সাংসারিক বিষয় নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত ওই দম্পতির। অশান্তি চরমসীমায় পৌছাতেই ২০২২ সালে বাড়ি ছেড়ে দেন যুবক। এরপর দুই বছর কেটে গেলে, যুবক আদালতে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু  করেন।  সেই সময় ওই যুবক মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে তাঁকে খোরপোশের জন্য মোটা অঙ্ক গুনতে হবে। তবে মামলার রায়ে বিচারক যা ঘোষণা করলেন তা শুনেই চক্ষু চড়কগাছ ওই যুবকের

 

 

সংসার এবং সন্তান সামলাতে  চাকরি ছেড়ে দিয়েছিলেন স্ত্রী। সে কারণেই বিচ্ছেদের সময় স্বামীর কাছে  খোরপোশের দাবি করেছিলেন তিনি। ভারতীয় টাকার নিরিখে যা প্রায় ছয় লক্ষ। সঙ্গে সন্তানকেও নিজের কাছে রাখতে চেয়েছিলেন তিনি। মামলা চলাকালীন আদালত মহিলার দাবিকে মাথায় রেখে ‘রায়’-এ টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।  আদালত রায়ে আরও স্পষ্ট করে দিয়েছে যে, স্ত্রীকে ৩০ লক্ষ দিতে হবে ওই যুবককে। পাশাপাশি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকাও স্ত্রীর হাতে তুলে দিতে হবে তাঁকে।

 

রায় দেওয়ার সময় কোর্ট যুবককে ভর্ৎসনা করে বলে, সংসারের দায়িত্ব দু’জনেরই সমান ভাবে নেওয়া উচিত। নতুবা তা খোরপোশ দিয়ে মেটাতে হবে।