আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরসুমে সোনার দামে বিরাট পতন। মার্চের শুরুতেই অনেকটা কমল সোনার দাম। ১ মার্চ শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৮১,৩৫০ টাকা। যা শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ছিল ৮১,৮৫০ টাকা।
আবার খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার শহর কলকাতায় ৮৫,৫৫০ টাকা। যা শুক্রবার ছিল ৮৬,১০০ টাকা।
পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮৫,১৫০ টাকা হয়েছে শনিবার। যা শুক্রবার ছিল ৮৫,৬৫০ টাকা।
এদিকে, রুপোর দামেও হয়েছে পতন। খুচরো রুপোর ১ কেজির দাম শহর কলকাতায় ১ মার্চ দাঁড়িয়েছে ৯৩,৮৫০ টাকা। যা শুক্রবার ছিল ৯৫,৩৫০ টাকা।
রুপোর বাটের ১ কেজির দাম ১ মার্চ কলকাতায় ৯৩,৭৫০ টাকা। যা শুক্রবার ছিল ৯৫,২৫০ টাকা।
দেশের অন্যান্য মেট্রো শহরের মধ্যে রাজধানী দিল্লিতে শনিবার ২২ ক্যারাটের ১০ গ্রামের সোনার দাম হয়েছে ৭৯,৫৫০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৬,৭৭০ টাকা।
বাণিজ্যনগরী মুম্বইয়ে ১ মার্চ ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৭৯,৪০০ টাকা। আবার ২৪ ক্যারাটের দাম ৮৬,৬২০ টাকা।
চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৯,৪০০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৬,৬২০ টাকা।
