শুক্রবার ২১ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

Manikbabur Megh famed director Abinandan Banerjee s first book released in kolkata international book fair 2025 details inside

বইমেলা | ক্যামেরার কারিকুরি ছেড়ে এবার দু’মলাটের মাধ্যমে বইমেলায়, লেখক হিসাবে আত্মপ্রকাশ ‘মানিকবাবুর মেঘ’-এর পরিচালকের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৩Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: গত বছরে টলিপাড়ায় অন্যতম চর্চিত পরিচালকদের মধ্যে তাঁর নাম উঠে আসবে একেবারে প্রথমের সারিতে। তিনি, অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিচালিত মানিকবাবুর মেঘ সমালোচক মহলে তো বটেই তারিফ কুড়িয়েছিল জনতামহলেও। তার ফলাফল দেখা গিয়েছিল বক্স-অফিসেও। ছবির গল্প ও চিত্রনাট্য ছিল অভিনন্দের লেখা। বিশ্বব্যাপী ৩৮টি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ১৪টি পুরষ্কার ও নমিনেশন পেয়েছে এই ছবি। এই ছবির প্রিমিয়ার হয়েছিল মোট ৫টি মহাদেশে। তবে এবার আর ক্যামেরা নিয়ে কারিকুরি নয়, সাহিত্য জগতে প্রবেশ করলেন অভিনন্দন। তাঁর লেখা ঘনিয়ে এলো ঘুমের ঘর বইটিকে সঙ্গী করেই। 

 


কখনও কি ভেবে দেখেছেন এই কলকাতার মধ্যেই রয়েছে আরও একটা কলকাতা। আপনার পাশেই একেবারে গা ঘেঁষে সে দিব্যি বিরাজ করছে শেকড়বাকড় ছড়িয়ে। সেখানে ঘুমোতে পারে না কেউ। কিন্তু আপনি টের পাচ্ছেন না কারণ তার ডায়মেনশনটা আলাদা। অথচ স্রেফ একজন পৌঁছে যেতে পারে ওই কলকাতায়। কীভাবে? আবার ধরুন, করোনা আক্রান্ত পৃথিবীতে সবাই যখন ভয়ে জুজু তখন এই শহরের কোনও এক ফুটপাথে এই এতটুকু জায়গা দখল করে থাকা ভিক্ষুক চাইছে তাঁর যেন করোনা হয়! কেন? তাহলে অন্তত দু'বেলা পেট ভরে খেতে পারবে।  কারণ সরকার থেকে শুরু করে কত মানুষ তখন বিনামূল্যে খাবার বিলি করছিল যে ...

 

কবিতা বা প্রবন্ধ নয়। এই বই সেজে উঠেছে বিভিন্ন স্বাদের এরকম ছোটগল্প দিয়ে। অতিলৌকিক থেকে পরাবাস্তব। হারানো ছেলেবেলা থেকে লুকোনো বড়বেলা। অটল সামাজিক থেকে অলীক কল্পবিজ্ঞান। সমান্তরাল ব্রহ্মাণ্ড থেকে অধ্যাত্মবাদ। নানা স্বাদের এক ডজন গল্প ঠাঁই পেয়েছে এই সংকলনে। এই এক ডজন গল্পমালা যেন ক্যালাইডোস্কোপ। যাতে চোখ রাখলেই  দেখা মিলবে ঘরের নানান আয়নার ভাবনা।  

 

আজকাল ডট ইন-কে অভিনন্দন জানিয়েছেন, বহু বছর ধরেই তিনি লেখালিখি করছেন। মাত্র ১৪ বছর বয়সে লিটল ম্যাগাজিন সম্পাদনা এবং নানান পত্রিকায় গদ্য রচনা দিয়ে সাহিত্যচর্চা শুরু হয়েছিল তাঁর। ১৯ বছর বয়সে চিত্রনাট্যকার হিসাবে তাঁর প্রথম ছবি ‘তিনকাহন’। প্রায় দেড় দশক জুড়ে ছোট-বড় নানান আকারের, ভিন্ন স্বাদের গল্প লিখে গিয়েছেন অভিনন্দন। তাঁর লেখা নিয়ে ইতিমধ্যেই নির্মিত হয়েছে একাধিক রেডিও শো। বহু বছরের ইচ্ছে ছিল দু'মলাটের মধ্যে দিয়ে যদি এবার পাঠকের দরবারে হাজির হতেন পারেন তিনি। চলতি বছরের বইমেলায় শেষমেশ সেই স্বপ্ন ছুঁলেন ‘মানিকবাবুর মেঘ’-এর পরিচালক।


ManikbaburMeghAbhinandanBanerjee

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া