রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চার দশক পর আসছে কালজয়ী হিন্দি ছবি ‘মাসুম’-এর সিক্যুয়েল। পরিচালনায় শেখর কাপুর। গত নভেম্বরেই ‘মাসুম ২’-এর ঘোষণা করেছেন স্বয়ং শেখর। ছবির পুরো নাম মাসুম: দ্য নেক্সট জেনারেশন। শেখর জানিয়েছিলেন ‘মাসুম’-এর মতো তার দ্বিতীয় পর্বেও মুখ্য ভূমিকায় দেখা যাবে নাসিরউদ্দিন শাহ এবং শাবানা আজমিকে। এই ছবিতে ৮০ বছরের এক দম্পতির চরিত্রে দেখা যাবে নাসির এবং শাবানাকে। এবারে তাঁদের সঙ্গত দেবেন মনোজ বাজপেয়ী এবং শেখর-কন্যা কাবেরী। দেখা যাবে নিত্যা মেননকেও। এইমুহূর্তে ছবির গান তৈরির কাজ চলছে। স্টুডিওতে চলছে রেকর্ডিং। সেসব মিটলে মুম্বইয়ের স্টুডিওতে শুরু হবে ছবির সেট তৈরির কাজ। পরিচালক জানিয়েছেন, ‘মাসুম’-এর সিক্যুয়েলে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের নানান দিক তুলে ধরা হবে। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। মুম্বই জুড়েই চলবে এই শুট।
১৯১৮৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘মাসুম’। এই কালজয়ী ছবির চিত্রনাট্য লিখেছিলেন গুলজার। কাহিনির সংবেদনশীলতা এত বছর পরেও অটুট। ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’-র মতো জনপ্রিয় গানও সৃষ্টি হয়েছিল এই ছবির সুবাদেই। ১৯৮০ সালে প্রকাশিত এরিক সেগালের ‘ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড’ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল কাহিনির নির্যাস। পরিচালক হিসাবে এই ছবিতেই আত্মপ্রকাশ করেন শেখর কাপুর। বিপুল জনপ্রিয়তা হয় সেই ছবি।
‘মাসুম’ গল্প বলে এক দম্পতির। নাসিরুদ্দিন এবং শাবানার সুখী দাম্পত্য বদলে যায় পরিবারে এক ছোট্ট ছেলের আগমনে। ডিকে মলহোত্র (নাসিরউদ্দিন)-এর বিবাহ-পূর্ব সম্পর্ক থেকে তার জন্ম। রাহুল (যুগল হংসরাজ) নামের সেই বালককে বাড়িতে নিয়ে আসে ডিকে। কিন্তু তার স্ত্রী ইন্দু (শাবানা) মেনে নিতে পারে না ছেলেটিকে। ছবিতে সকলের পারফরম্যান্সকে এককথায় অনবদ্য-র তকমা দিয়েছিলেন দর্শক-সমালোচকেরা।
প্রসঙ্গত, এই ছবি সম্পর্কে গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সাংবাদিক বৈঠকে এই ছবির ঘোষণা করেন শেখর কাপুর। সেসব শেষ হলে তিনি আরও বলেন, “এই ছবির চিত্রনাট্য পুরো তৈরি। ২০২৫-এর ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ শুটিং শুরু করব এই ছবির। সম্প্রতি, দুবাই থেকে বিমানে দেশে ফিরছিলাম। বিমান থেকে নামার পর খেয়াল হল আসনেই ভুলে ফেলে এসেছি ছবির চিত্রনাট্য। দিশেহারা হয়ে গিয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। তবে অদ্ভুতভাবে তা ফের আমার হাতে ফেরত আসে। ওই বিমানে কর্মরত এক কর্মী তা ফেরত পাঠান আমাকে। সঙ্গে ছোট্ট একটি চিরকুটে তিনি লিখে দিয়েছিলেন, "'মাসুম' খুব সুন্দর ছবি। আশা করি, 'মাসুম ২'ও খুব সুন্দর হবে।”
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!